ওমানে অবৈধ থাকা ৯৬ হাজার বাংলাদেশি জরিমানা ছাড়াই বৈধতা পেতে যাচ্ছেন। মঙ্গলবার প্রবাস টাইমকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এ নিয়ে ইতিবাচক আশা প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সারোয়ার আলম।
তিনি বলেন, ওমানে আনডকুমেন্টেড হয়ে যাওয়া কর্মীদের বিষয়ে খুব শিগগির সমাধান আসবে।
প্রবাসীদের লাশ দেশে আনার ব্যাপারে সরকারের যথাযথ ব্যবস্থাপনা রয়েছে বলেও জানিয়েছেন সারওয়ার আলম। তিনি জানান, অনেকে না জানার কারণে সুযোগ নিতে পারেন না।
তবে বৈধ কর্মীদের পাশাপাশি অবৈধ কর্মীদের লাশ পরিবহনের জন্যও সরকারের বিশেষ বরাদ্দ রয়েছে। আংশিকভাবে ভিসা চালুর পর গত রোববার তিন দিনের সফরে ওমানে যান এই কর্মকর্তা।
একসময়ের আলোচিত ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার প্রবাসীদের কাছেও বেশ জনপ্রিয় ব্যক্তিত্ব। বর্তমানে তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে কর্মরত।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post