বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের জন্য থাকে বাহারি খাবারের আয়োজন। তবে এবার সামনে এসেছে বিচিত্র ঘটনা। বিয়েবাড়িতে পরিবেশন করা বিরিয়ানির সঙ্গে লেগপিস না থাকায় তৈরি হয়েছে রণক্ষেত্র।
মঙ্গলবার (২৫ জুন) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে’র এক প্রতিবেদনে বলা হয়েছে, বিয়েবাড়ির আনন্দে ক্ষণিকের মধ্যে বদলে রক্তারক্তিতে পরিণত হয়েছে।
কখনো উড়ে আসছে চেয়ার, আবার কাউকে ঘিরে ধরে মারছে অন্যরা। মুহূর্তেই বদলে গেছে পুরো বিয়ে বাড়ির পরিবেশ। আর এমন ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের বরেলি গ্রামে।
বিয়েবাড়িতে এমন ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বরযাত্রীদের কয়েকজন অভিযোগ করেন, তাদের প্লেটে বিরিয়ানিতে লেগপিস পড়েনি।
এ নিয়ে ক্যাটারিংয়ের লোকজনের সঙ্গে বরযাত্রীদের তর্কবিতর্ক হয়। এরপরই সেটি রূপ নেয় মারামারিতে। বেশ কিছু সময় মারামারির পর অন্যরা এসে তাদের শান্ত করেন।
এ সময় বর নিজের আসর থেকে নেমে আসেন। নিজেই বিয়ে না করার ঘোষণা দেন। ফলে পরিস্থিতি থমথমে হয়ে যায়। এরপর কনেপক্ষের লোকজন এসে বরকে শান্ত করেন।
সবাইকে লেগপিস দেওয়ার আশ্বাস দেওয়া হয়। এরপর আবারও শুরু হয় বিয়ের আয়োজন। সংবাদমাধ্যম জানিয়েছে, ঘটনাটি পুলিশ পর্যন্ত গড়ায়নি। তার আগেই নিজেরা মিলে ঘটনার সমাধান করেছেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post