প্রবাস টাইমের উদ্যোগে অবশেষে দেশে ফিরলেন ইয়েমেনে হাউথি বিদ্রোহীদের হাতে জিম্মি পাঁচ ওমান প্রবাসী বাংলাদেশি। রোববার (১০ জানুয়ারি) সকাল ৭টা ২০ মিনিটে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারা। প্রায় ২ ঘণ্টার ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে সকাল ৯টার দিকে বিমানবন্দর থেকে বের হন এই ৫ প্রবাসী।
গত বছর ১৩ ফেব্রুয়ারি ওমানের জাহাজে কর্মরত এই পাঁচ প্রবাসী সমুদ্রপথে সৌদি আরব যাচ্ছিলেন। লোহিত সাগরে প্রাকৃতিক দুর্ঘটনার কবলে পড়ে ইয়েমেনি হাউথি বিদ্রোহীদের হাতে আটক হন তারা।
সেখানে দীর্ঘ ৯ মাস বন্দি থাকেন। বন্দী থাকাকালীন তাদেরকে হাউতি বিদ্রোহীরা সবসময় বন্দুকের নলের ডগায় রাখতেন বলে জানিয়েছেন মৃত্যুর মুখ থেকে ফেরা এই ৫ প্রবাসী।
দীর্ঘদিন তারা জিম্মি থাকার পর এই সংবাদ আসে প্রবাস টাইমের কাছে। তাদেরকে দ্রুত মুক্তির ব্যাপারে তাৎক্ষনিক বিষয়টি পররাষ্ট্রমন্ত্রী ড.একে আব্দুল মোমেন এবং প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদকে জানানো হয় প্রবাস টাইমের পক্ষথেকে।
এ ছাড়াও তৎকালীন ওমানের রাষ্ট্রদূত মোঃ গোলাম সারোয়ারের সাথেও যোগাযোগ করা হয়। সেইসাথে অভিবাসীদের নিয়ে কাজ করা দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান ব্র্যাক মাইগ্রেশনের প্রধান শরিফুল হাসানকেও বিষয়টি জানানো হয়।
সবশেষে সকলের সমন্বিত চেষ্টায় আজ রোববার ইয়েমেন থেকে দুবাই হয়ে দেশে ফেরেন এই ৫ প্রবাসী। এয়ারপোর্ট থেকে বের হয়ে আবেগতাড়িত হয়ে আলাউদ্দিন বলেন, “আমরা জীবন নিয়ে দেশে ফিরবো, তা কখনো কল্পনাও করিনি, হুতি বিদ্রোহীরা আমাদেরকে সবসময় বন্দুকের নলের ডগায় রাখতো। ওরা আমাদের সাথে কুকুরের মতো আচরণ করতো! আমাদেরকে অনেক অত্যাচার করেছে ওরা।”
ফেরত আসা আরেক প্রবাসী রহিম উদ্দিন প্রবাস টাইমকে বলেন, “রমজান মাসেও ওরা আমাদের সাথে খারাপ আচরণ করেছে। আমাদের ৩ বেলা খাবারও দেয়নি। অনেকদিন না খেয়ে থাকতে হয়েছে আমাদের।
ইফতারও দিতোনা আমাদেরকে। ঈদের দিন শুধুমাত্র আমাদেরকে একটা চকলেট দিয়েছে, যেই চকলেট টি আমি দেশে নিয়ে এসেছি।” এ সময় তিনিও আবেগতাড়িত হয়ে যান এবং পকেট থেকে সেই চকলেট টি বের করে প্রবাস টাইমকে দেখান।
আরো পড়ুনঃ করোনার নতুন সঙ্ক্রামন থেকে যেভাবে বাঁচবেন
দেশে ফেরার পর তাদের অনুভূতি জানতে চাইলে প্রথমেই তারা বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড.একে আব্দুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, প্রবাস টাইমের সম্পাদক বাইজিদ আল হাসান, চট্টগ্রাম সমিতি ওমানের প্রেসিডেন্ট ইয়াসিন চৌধুরি সিআইপি,
ব্র্যাক মাইগ্রেশনের প্রধান শরিফুল হাসান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ওয়ালিদ ইসলাম এবং বাংলাদেশের কুয়েত, ওমান ও জর্ডান দূতাবাসের প্রতি কৃতজ্ঞতা জানান। দেশে ফেরার পর ব্র্যাক মাইগ্রেশনের পক্ষথেকে তাদের হাতে খাবার এবং যাতায়াত খরচ তুলে দেওয়া হয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post