অর্থনীতির ভিত মজবুত যাদের অর্থে, জাতীয় বাজেটে নেই তাদের জন্য কোনো সুবিধা। ব্যাংকগুলোও দিচ্ছে না বাড়তি প্রণোদনা।
এতে প্রাপ্তির খাতায় আসছে না কাঙ্ক্ষিত রেমিট্যান্স। অর্থনীতিবিদরা বলছেন, বিদেশি ঋণ নির্ভরতা কমিয়ে জোর দিতে হবে প্রবাসী আয়ে। পাশাপাশি প্রণোদনা বৃদ্ধির পরামর্শ দিয়েছেন তারা।
বৈশ্বিক বাজারে দক্ষ জনবলের অপার সম্ভাবনাময় বাংলাদেশ থেকে প্রতিবছর ১০ লক্ষাধিক শ্রমিক যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে। ২০২২-২৩ অর্থবছরে দক্ষ ও অদক্ষ শ্রমিক বিদেশে গেছেন ১১ লাখ ২৬ হাজার আর ২০২৩-২৪ অর্থবছরে দাঁড়িয়েছে ১১ লাখ ৮০ হাজারে।
সব মিলিয়ে বিশ্বের বুকে বাংলাদেশি শ্রমিকের সংখ্যা ১ কোটি ৩৫ লাখ। যারা প্রতিমাসেই গড়ে প্রায় ২ বিলিয়ন ডলারের জোগান দিচ্ছে দেশের বৈদেশিক মুদ্রার মজুতে। দেশের অর্থনৈতিক কাঠামো শক্ত রাখতে যারা দ্বিতীয় সারির যোদ্ধা, তাদের জন্যই আসন্ন বাজেটে নেই কোনো আশার আলো।
এদিকে, ডলারের বিনিময় মূল্য ১১৭ টাকা নির্ধারণ করায় মে মাসে রেমিট্যান্স আসে ২২৫ কোটি ডলার। তবে নতুন অর্থবছরে এই প্রবণতা কিছুটা হলেও কমে যাওয়ার শঙ্কা তৈরি হওয়ায় অর্থনীতিবিদরা বলছেন, হুন্ডিকে এড়িয়ে বৈধ পথে প্রবাসী আয় বাড়াতে সরকারকে প্রণোদনার পরিমাণ বৃদ্ধি ও ব্যাংকগুলোকে আবারও এমন সুবিধা চালু করতে হবে।
অর্থনীতিবিদ মাহফুজ কবির বলেন, বিদেশি ঋণ নির্ভরতা কমিয়ে জোর দিতে হবে প্রবাসী আয়ে। প্রণোদনা আরও বাড়ালে প্রবাসীরা বৈধ পথে রেমিট্যান্স পাঠানোয় আগ্রহী হবে। যা পুরো অর্থনীতির জন্য ইতিবাচক হবে।
দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সচেতন হওয়া ও ব্যাংকিং সুবিধা বাড়ানোর পক্ষে বাণিজ্যিক ব্যাংকগুলো। সোনালী ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জহিরুল ইসলাম বলেন, হুন্ডির মাধ্যমে টাকা পাঠালে দেশের কি ক্ষতি হয় এবং ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে টাকা পাঠালে ব্যক্তি ও দেশ কীভাবে উপকৃত হয় সেটি প্রবাসীদের জানাতে হবে। এতে বাড়বে বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ।
প্রিমিয়ার ব্যাংকের ইভিপি ও ব্যবস্থাপক আব্দুল মান্নান খান বলেন, ব্যাংকগুলো কিছু ভর্তুকি দিতে পারে প্রবাসীদের জন্য। এতে রেমিট্যান্স প্রবাহ বাড়তে পারে।
ঋণ কাঠামোকে এড়িয়ে ধারাবাহিক নিজস্ব সক্ষমতা বৃদ্ধিই পারে আর্থিক সংকট কাটিয়ে দেশকে মজবুত অর্থনীতির ভিত গড়ে তুলতে, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post