করোনার দ্বিতীয় ঢেউ চোখ রাঙ্গালেও এর মাঝে সুখবর দিয়েছে ওমানের রুস্তাক হাসপাতাল। ইতিমধ্যেই দক্ষিণ আল বাতিনার এই রুস্তাক হাসপাতালে করোনা রোগীর সংখ্যা শূন্যের কোঠায় নেমেছে। দীর্ঘ ১০ মাস পর এমন দারুণ সাফল্য অর্জন করলো হাসপাতালটি।
টাইমস অফ ওমানকে দেওয়া এক সাক্ষাতকারে হাসপাতালের নিবিড় পরিচর্যা-কেন্দ্রের পরামর্শক ডাঃ সুলাইমান আল মেকবালি জানান, “ আমাদের হাসপাতালের ভর্তি সর্বশেষ করোনা রোগী গতকাল সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
আমরা ভীষণ আনন্দিত। দীর্ঘ ১০ মাসের প্রচেষ্টায় আমরা এই সাফল্য পেয়েছি। গত বছরের নভেম্বরে প্রথম করোনা রোগী আমাদের হাসপাতালে ভর্তি হয়।”
তিনি আরো বলেন, “গতকাল সুস্থ হয়ে বাড়ী ফেরত যাওয়া রোগী হাসপাতালে শ্বাসকষ্ট-জনিত সমস্যা নিয়ে ভর্তি হয়েছিলেন। আমরা আমাদের সাধ্যমত রোগীকে সুস্থ করার চেষ্টা করেছি। পরবর্তীতে রোগীর অবস্থা খারাপের দিকে গেলে তাকে আমরা আইসিইউতে ভর্তি করি।
তাকে সুস্থ করতে পেরে আল্লাহর কাছে জানাই শুকরিয়া।” তিনি আরো বলেন, জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত ওমানের করোনা পরিস্থিতি খুব খারাপ ছিলো। ঐই দুই মাস আমাদের অনেক পরিশ্রম করতে হয়েছে।”
আরো পড়ুনঃ ওমানে চালু হলো অনলাইন ড্রাইভিং লাইসেন্স সেবা
করোনা পরিস্থিতি নিয়ে বলতে গিয়ে ডাঃ সুলাইমান আল মেকবালি বলেন, “আমরা করোনা রোগীর চিকিৎসা এবং তাদের জীবন রক্ষার ক্ষেত্রে কঠিন মুহূর্ত পার করেছি। অনেক সময় আমাদের কঠিন পরিস্থিতিতে পড়তে হয়েছে।
যারা করোনায় মারা গিয়েছেন আমরা তাদের জন্য খুব দুঃখ পেয়েছি। গতকাল সর্বশেষ রোগী রুস্তাক হাসপাতাল ছাড়ায় আমরা বেশ আনন্দিত। আমি হাসপাতালের সকল কর্মচারী ও প্রশাসকদের ধন্যবাদ জানাই।”
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post