ভালাবাসা কোনো বয়স মানে না। জীবনের যেকোনো বয়সে আমরা প্রেমে পড়তে পারি। বার্ধক্যেও কাউকে ভালো লেগে যাবে না, তা নিশ্চিত করে কে বলতে পারে? বয়সকে হার মানিয়ে এবার তার প্রমাণ করলেন ২৩ বছরের এক তরুণী ও ৮০ বছরের এক চীনা বৃদ্ধ। তাদের প্রেমের উপন্যাসের প্রেক্ষাপট লেখা হল এক বৃদ্ধাশ্রমে।
চীনের হেবেই প্রদেশের ২৩ বছরের তরুণী জিয়াওফাং একটি বৃদ্ধাশ্রমে কাজ করতেন। সেখানেই তার সঙ্গে পরিচয় হয় ৮০ বছরের বৃদ্ধ লিয়ের।
প্রথমে দুজনের মধ্যে বন্ধুত্ব হয়। ধীরে ধীরে গাঢ় হয় বন্ধুত্ব। শেষে ফোটে প্রেমের ফুল। এরপর বিয়ে করার সিদ্ধান্ত নেন দুজন। ৮০ বছরে এসে জীবনের নতুন অধ্যায় শুরু করেন লি।
তবে সেই তরুণীর বাড়ি থেকে এ বিয়ে মেনে নেয়নি বলে জানিয়েছে চীনা সংবাদমাধ্যম। তাই লিকে বিয়ে করতে তিনি পরিবারের সবার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন।
ভালোবেসে একে অপরের প্রতি আকর্ষণ থেকেই বিয়ে করার সিদ্ধান্ত নেন তারা। একটি ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে তাদের বিয়ে হয়। তবে সেই অনুষ্ঠানে অংশ নেয়নি পরিবারের কোনো সদস্য।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post