সম্প্রতি সৌদি আরবে অনুষ্ঠিত জিসিসির ৪১ তম সম্মেলনে ওমানের প্রয়াত সুলতান কাবুস বিন সাঈদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জিসিসির নেতারা। মঙ্গলবার (৫-জানুয়ারি) সৌদি আরবের আল-উলা শহরে অনুষ্ঠিত এই সম্মেলনে সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমান তার বক্তব্যে বলেন “এই বছর বিশ্ব দুটি বড় নেতাকে হারিয়েছে।
যার একজন ওমানের প্রয়াত সুলতান কাবুস বিন সাঈদ বিন তাইমুর এবং কুয়েতের আমির শেখ সাবাহ। যারা উপসাগরীয় কাউন্সিলে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিলেন।”
তিনি আরো বলেন, সৌদি আরবের দু’টি পবিত্র মসজিদের রক্ষক সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ এই শীর্ষ সম্মেলনকে “সুলতান কাবুস এবং শেখ সাবাহ সামিট” হিসাবে নামকরণের বিষয়ে নির্দেশনা জারি করেছেন।
সম্মেলনে কুয়েতের আমির তার ভাষণে জনগণের আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে আরব ও জিসিসি সমর্থনে শীর্ষ সম্মেলন আহ্বানের বিষয়ে জিসিসির প্রশংসা করেন।
এই সম্মেলনে ওমানের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মন্ত্রীপরিষদের উপ-প্রধানমন্ত্রী সাইয়্যিদ ফাহাদ বিন মাহমুদ আল সাইদ। সম্মেলনে জিসিসির নেতারা ৪১ তম শীর্ষ সম্মেলন ও আল উল ঘোষণাপত্রে স্বাক্ষর করেন।
আরো পড়ুনঃ বাংলাদেশে আসছেন ওমানের সুলতান!
এবারের জিসিসি সম্মেলনে কাতারের সঙ্গে বিরোধ অবসানে ঐতিহাসিক চুক্তি করেছে সৌদি আরবসহ উপসাগরীয় দেশগুলো। সংহতি ও স্থিতিশীলতার চুক্তি বলে মন্তব্য করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। একই সঙ্গে ইরানের হুমকি মোকাবিলার ডাক দেন তিনি। চুক্তি হওয়ায় স্বাগত জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post