সংযুক্ত আরব আমিরাতে এক অনুষ্ঠানে আরাভ খান ও তার সহযোগীরা হামলা চালিয়েছে। এতে আহত হয়েছেন যমুনা টিভির আরব আমিরাত প্রতিনিধি মেহেদী রুবেল।
শনিবার (২২ জুন) সংযুক্ত আরব আমিরাতের আজমান ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন হলে চলচ্চিত্র পরিচালক অনন্য মামুনের বাংলা কার্নিভ্যাল অনুষ্ঠানে এ হামলার ঘটনা ঘটে। জানা যায়, আরাভ খানের নেতৃত্বে ৩০-৪০ জনের একটি দল অনুষ্ঠানস্থলে ঢুকে পড়ে। এ ঘটনার ভিডিও ধারণ করছিলেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
অনুষ্ঠানে প্রশাসন ও নিরাপত্তাকর্মীরা তাকে বাধা দিলে উত্তেজিত হয়ে কর্তব্যরত সাংবাদিকদের উপর চড়াও হন আরাভ খান ও তার সহযোগীরা। এতে লাঞ্ছনার শিকার হন সাংবাদিকরা। কেড়ে নেয়ার চেষ্টা করা হয় তাদের ক্যামেরা ও মোবাইল।
এ সময় আরাভ তাকে ঢুকতে না দিলে সব কিছু পণ্ড করে দেয়ার হুমকি দেন। অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রপতির ছেলে চলচ্চিত্র প্রযোজক আরশাদ আদনান, বাংলাদেশ কনস্যুলেট দুবাইয়ের কনসাল জেনারেলসহ বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পুলিশ কর্মকর্তা মামুন ইমরান খান হত্যা মামলার পলাতক আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খান। দেশ ছেড়ে দুবাইয়ে বিলাসবহুল জীবনযাপন করছেন তিনি। জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক রবিউল ইসলাম দুবাইয়ে পাড়ি দিতে ভারতীয় পাসপোর্ট তৈরি করেন। সেখানে নাম পরিবর্তন করে আরাভ খান লেখেন। এ পাসপোর্ট ব্যবহার করেই দুবাইয়ে স্থায়ী হওয়ায় সহজে কোনোভাবেই সরাসরি বাংলাদেশে আনা সম্ভব হচ্ছে না হত্যা মামলার পলাতক এ আসামিকে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post