লাখ টাকার বাগান খায় দুই টাকার ছাগলে! সম্প্রতি বাংলাদেশে ছাগলকাণ্ড নিয়ে হইচই শুরু হলেও এবার জানা গেল, কোটি টাকার ঘড়ি গিলে ফেলেছে একটি গরু।
অতি দামি রোলেক্স ঘড়িটি অর্ধশত বছর পর ফিরেও পেয়েছেন তার মালিক। বলা হচ্ছে, চেন ভেঙে পড়ে থাকা ঘড়িটি ঘাসের সঙ্গেই খেয়ে ফেলেছিল গরু। বিষয়টি নিয়ে চলছে নানামুখি আলোচনা।
বিশ্বের সবচেয়ে দামি ঘড়ির একটি রোলেক্স। এর চেইন ভেঙে যাওয়ার পর এক কৃষক ভেবেছিলেন সেটি হয়তো ঘাসের সঙ্গে ‘গিলে ফেলেছে গরু’।
তবে সেই সত্তরের দশকের প্রথম দিকে হারিয়ে যাওয়া ওই ঘড়ি যে ৫০ বছর পর ফেরত পাবেন, তা কখনো কল্পনাও করতে পারেননি ব্রিটিশ কৃষক জেমস স্টিল।
ব্রিটেনের শ্রপশায়ারের ওসওয়েস্ট্রির মরডা গ্রামের বাসিন্দা জেমস স্টিল। বয়স এখন ৯৫। ঘড়িটি হারিয়ে যাওয়ার কিছুক্ষণ আগে তিনি টের পেয়েছিলেন, এর চেইন ভেঙে গেছে। বিবিসিকে তিনি বলেন, আমার মনে হয়েছিল, গরুটি মুখভর্তি ঘাসের সঙ্গে ঘড়িটিও গিলে ফেলতে পারে।
জেমস ভেবেছিলেন, আর কোনোদিন ঘড়িটি খুঁজে পাবেন না তিনি। এই বাস্তবতা মেনেও নিয়েছিলেন জেমস। অথচ তার জমি থেকেই উদ্ধার করা হয়েছে ঘড়িটি।
ধাতুর খোঁজে মেটাল ডিটেক্টর দিয়ে জমিতে তল্লাশি চালানোর সময় ঘড়িটি খুঁজে পান এক ব্যক্তি। পরে সেটি জেমসকে ফিরিয়ে দেন।
এত বছর পর ঘড়ি খুঁজে পাওয়ার ঘটনাকে অবিশ্বাস্য ও ‘সৌভাগ্য’ বলে বর্ণনা করেছেন জেমস। তিনি বলেন, এটা দারুণ, বিশেষ করে এই সময়ে।
ঘড়িটি খুঁজে পেলেও এখন আর তা সচল নয়। এর রংও কিছুটা সবুজ আকার নিয়েছে। তবে মরিচা ধরেনি বলে নিশ্চিত করেন এই কৃষক। যিনি ঘড়িটি খুঁজে পেয়ে ফেরত দিয়েছেন, তার প্রশংসাও করেন জেমস।
বিলাসবহুল হাতঘড়ির জগতে অন্যতম রোলেক্স। ১৯০৫ সালে যাত্রা শুরু করে কোম্পানিটি। তারাই বিশ্বে প্রথম ওয়াটারপ্রুফ বা পানিরোধী ঘড়ি প্রস্তুত করে। রোলেক্সের দামি ঘড়িগুলো সব কোটি টাকার ওপরে। আর সবচেয়ে কম দামি ঘড়িটির দামও বাংলাদেশি মুদ্রায় দুই লাখ টাকার ওপরে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post