পরিবারের স্বচ্চলতার জন্য প্রতিবছর বাংলাদেশ থেকে বিপুলসংখ্যক শ্রমিক হিসেবে প্রবাসে যাচ্ছেন। কিন্তু নানা কারণে প্রতিবছর অনেকে আবার দেশেও ফিরে আসছেন। দেশে ফেরাদের মধ্যে চট্টগ্রাম বিভাগেরই বেশি।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএসের) আর্থসামাজিক ও জনমিতিক জরিপ ২০২৩ প্রতিবেদনে বলা হয়েছে, গত পাঁচ বছরে প্রবাসীদের মধ্যে যাঁরা স্থায়ীভাবে দেশে ফিরেছেন, তাঁদের মধ্যে ৩৬.৩৬ শতাংশই চট্টগ্রাম বিভাগের। অর্থাৎ প্রতি তিনজনের একজনই চট্টগ্রামের। অন্যদিকে প্রবাস থেকে সবচেয়ে কম ফিরেছেন রংপুর বিভাগের মানুষ।
স্থায়ীভাবে দেশে ফেরত আসা প্রবাসীদের মধ্যে চট্টগ্রামের পর সবচেয়ে বেশি ঢাকা বিভাগে, ৩৫.২৫ শতাংশ। এরপর ৭.৭৫ শতাংশ খুলনার, ২.৯৫ শতাংশ ময়মনসিংহের, ৬.৬৯ শতাংশ রাজশাহীর, ১.৬৪ শতাংশ রংপুরের, ৬.৯৩ শতাংশ সিলেটের এবং ২.৬০ শতাংশ শতাংশ বরিশালের।
চলতি মাসের প্রথম সপ্তাহে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত ওই জরিপে দেখা যায়, ফেরত আসা প্রবাসীদের মধ্যে মালয়েশিয়া থেকে ১৩.১৫ শতাংশ, সিঙ্গাপুর থেকে ৩.১২ শতাংশ এসেছেন। তালিকায় বাহরাইন, মালদ্বীপ, লেবানন, ইরাক, ব্রুনেই দারুসসালাম ও দক্ষিণ আফ্রিকাও আছে।
প্রতিবেদনে প্রবাসী শ্রমিকেরা কেন দেশে ফিরেছেন সে বিষয়ও তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, দেশে ফেরতবাসীদের মধ্যে সর্বোচ্চ ১৭.২৮ শতাংশ ইচ্ছাকৃতভাবে এবং দ্বিতীয় সর্বোচ্চ ১২.৮০ শতাংশ ভিসার মেয়াদ শেষ হওয়ায় ফিরে এসেছেন।
এ ছাড়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক ১১.৬৭ শতাংশ, স্বাস্থ্যগত কারণে ৯.২৪, করোনার কারণে ৯.২১, পরিবারের সঙ্গে বসবাসের জন্য ৭.৯৬ এবং কাজ হারানোর কারণে ৭.১৮ শতাংশ প্রবাসী বিদেশ থেকে স্থায়ীভাবে ফেরত এসেছেন।
এদিকে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) তথ্য বলছে, দেশের ইতিহাসে প্রথমবারের মতো বছরে ১০ লাখের বেশি কর্মী বিদেশে যান ২০১৭ সালে। ২০২২ সালে বিভিন্ন দেশে যান ১১ লাখ ৩৫ হাজারের বেশি কর্মী।
বিএসইটির তথ্যে দেখা যায়, সব রেকর্ড ভেঙে দিয়ে ২০২৩ সালে বিদেশে গেছেন ১৩ লাখের বেশি কর্মী। তবে বিপুল বৈদেশিক কর্মসংস্থানের মধ্যে অনেক প্রবাসী ‘ব্যর্থ’ হয়ে দেশে ফিরছেন।
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী সম্প্রতি সংসদকে জানিয়েছেন, ১৯৭৬ সাল থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত ৪৮ বছরে ১ কোটি ৬৩ লাখ ১২ হাজার ৩২৪ জন কর্মী বৈদেশিক কর্মসংস্থানের জন্য গেছেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post