ওমানে ঈদের রাতে বাংলাদেশি বড় ভাইয়ের গলা কেটে হত্যার অভিযোগে দিপু নামে এক প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার মধ্যরাতে জালান বোয়ালিতে ঘটে এই ঘটনা।
নিহত অর্জুন দাশ অভিযুক্ত দিপু রাম দাশের সৎ ভাই। তারা একসাথে ওমান সাগরে মাছ শিকারের কাজ করতেন এবং ঘটনার সময় ছুটিতে ছিলেন।
এদিকে হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ নিহতের পরিবারকে জানিয়েছেন, অদৃশ্য শক্তির আছরেই এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন দিপু।
হত্যাকাণ্ডের ঘটনাটি স্বচক্ষে দেখেছেন বেশ কয়েকজন প্রবাসী। তাদের কেউ কেউ এগোতে চাইলেও অভিযুক্ত দিপুর মারমুখী আচরণে অন্যরা নীরব দর্শক হয়ে ছিলেন।
নিহত অর্জুন দাশের বাড়ি বাংলাদেশে হলেও সে ভারতের পাসপোর্ট ব্যবহার করেই ওমানে অবস্থান করছিলো। ফলে তার লাশ দেশে ফেরানোর ব্যাপারে জটিলতা তৈরির আশঙ্কা করা হচ্ছে।
এদিকে কাগজপত্রের জটিলতায় লাশ ফিরে না পাওয়ার আশঙ্কা করছে দেশে থাকা অর্জুনের পরিবার। এ নিয়ে সংশ্লিষ্টদের কাছে নিজেদের দাবী তুলে ধরেছেন তারা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post