ওমান কর্তৃপক্ষ বাংলাদেশের নাগরিকদের নির্দিষ্ট কয়েকটি শ্রেণির ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে।
নিষেধাজ্ঞা প্রত্যাহার করা ক্যাটাগরিগুলোর মধ্যে রয়েছে ফ্যামিলি ভিসা, জিসিসি দেশগুলোতে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের ভিজিট ভিসা, চিকিৎসক, প্রকৌশলী, নার্স, শিক্ষক, হিসাবরক্ষক, বিনিয়োগকারী, সব ধরনের অফিশিয়াল ভিসা এবং উচ্চ আয়ের পর্যটকদের ভিসা।
ঢাকাস্থ ওমান দূতাবাস এই খবর নিশ্চিত করে জানিয়েছে, দূতাবাস নিষেধাজ্ঞা তুলে নেওয়া ক্যাটাগরিগুলোর জন্য ভিসার আবেদন গ্রহণ ও প্রক্রিয়া করবে।
দূতাবাস জানিয়েছে, তারা ভিসা দেওয়ার জন্য রয়্যাল ওমান পুলিশের (আরওপি) সঙ্গে সমন্বয় করে কাজ করবে। আবেদনের সঙ্গে জমা দেওয়া কাগজপত্র বৈধ হলে আবেদনের ধরনভেদে এক থেকে চার সপ্তাহ সময় লাগবে ভিসা পেতে।
এদিকে মাসকট ডেইলির এক প্রতিবেদনে, ভিসা শিথিল করার এই প্রক্রিয়াকে ইতিবাচক হিসাবে বর্ণনা করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, এর মাধ্যমে মধ্যপ্রাচ্যের দেশটিতে বাংলাদেশি পর্যটকের সংখ্যা বাড়াবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post