বুধবার থেকে শুরু হবে সুপার এইট পর্বের খেলা
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলা শেষের পথে। আর মাত্র দুটি ম্যাচ বাকি। সোমবার (১৭ জুন) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় নিউজিল্যান্ডের মুখোমুখি হবে পাপুয়া নিউগিনি। মঙ্গল সকাল সাড়ে ৬টায় মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ-আফগানিস্তান।
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলা শেষের পথে। আর মাত্র দুটি ম্যাচ বাকি। সোমবার (১৭ জুন) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় নিউজিল্যান্ডের মুখোমুখি হবে পাপুয়া নিউগিনি। মঙ্গল সকাল সাড়ে ৬টায় মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ-আফগানিস্তান।
এরপর বুধবার থেকে শুরু হবে সুপার এইট পর্বের খেলা। ইতোমধ্যে সুপার এইটে খেলার যোগ্যতা অর্জন করেছে ভারত, বাংলাদেশ, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র।
চলুন জেনে নেওয়া যাক সুপার এইট পর্বে কবে কোন দলের বিপক্ষে কাদের খেলা-
সুপার এইটের গ্রুপিং
গ্রুপ-১: ভারত, অস্ট্রেলিয়া, আফগানিস্তান, বাংলাদেশ
গ্রুপ-২: যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা
ফিক্সচার
১৯ জুন রাত সাড়ে ৮টায় মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা-যুক্তরাষ্ট্র।
২০ জুন সকাল সাড়ে ৬টায় মুখোমুখি হবে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ।
২০ জুন রাত সাড়ে ৮টায় মুখোমুখি হবে ভারত-আফগানিস্তান।
২১ জুন সকাল সাড়ে ৬টায় মুখোমুখি হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া
২১ জুন রাত সাড়ে ৮টায় মুখোমুখি হবে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা।
২২ জুন সকাল সাড়ে ৬টায় মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র-ওয়েস্ট ইন্ডিজ।
২২ জুন রাত সাড়ে ৮টা মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত।
২৩ জুন সকাল সাড়ে ৬টায় মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-আফগানিস্তান।
২৩ জুন রাত সাড়ে ৮টায় ইংল্যান্ডের মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র।
২৪ জুন সকাল সাড়ে ৬টায় ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা।
২৪ জুন রাত সাড়ে ৮টায় ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।
২৫ জুন সকাল সাড়ে ৬টা বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান।
২৭ জুন সকাল সাড়ে ৬টায় অনুষ্ঠিত হবে প্রথম সেমিফাইনাল।
২৭ জুন রাত সাড়ে ৮টায় দ্বিতীয় সেমিফাইনাল।
২৯ জুন রাত সাড়ে ৮টায় শুরু হবে ফাইনাল ম্যাচটি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post