সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করায় যুক্তরাজ্য প্রবাসী আবুল মনসুর নামের এক যুবকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
বৃহস্পতিবার চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক জহিরুল কবির চৌধুরি মামলাটি আমলে নিয়ে কক্সবাজারের সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
প্রবাসী আবুল মনসুর কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী সিকদারপাড়া এলাকার মৃত সোলতান আহমদের ছেলে। মামলার বাদী হাসনাতুর রহমান একই উপজেলার মাতামুহুরি থানার যুবলীগ নেতা।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জাহেদুল ইসলাম যুগান্তরকে বলেন, গত ৫ জানুয়ারি থেকে ১ মে পর্যন্ত সময়ের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘Mansur Mansur ( মনসুর মনসুর)’ নামে আইডি থেকে ‘আন ইলেক্টেড প্রাইম মিনিস্টার’ শিরোনামে `কিলার হাসিনা’ ‘নো ইলেকশন আন্ডার ডিটেক্টর হাসিনা’ ‘ফ্যাসিস্ট হাসিনা’ এবং ‘ডেমোক্রেসি ইন বাংলাদেশ স্টপ জুডিশিয়াল কিলিং’ ব্যানারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ব্যঙ্গ করে নানারকম সরকারবিরোধী বক্তব্য প্রচার করেন। এছাড়া মহান মুক্তিযুদ্ধ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ শব্দ ব্যবহার করেছেন; যা বিশ্ব দরবারে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।
বাদী হাসনাতুর রহমান জানান, আবুল মনসুরের এমন কর্মকাণ্ডে দেশের সব নাগরিকের ন্যায় আমি সংক্ষুব্ধ হয়েছি। আমি চাই তার দৃষ্টান্তমূলক সাজা হোক। যেন ভবিষ্যতে কেউ এসব কর্মকাণ্ড করতে সাহস না পায়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post