চলতি মাস থেকেই বাতিল হয়েছে ওমানের বহুল প্রত্যাশিত এনওসি প্রথা। তবে এ ব্যাপারে স্পষ্ট তেমন কোনো ধারণা না থাকায় দ্বিধা দ্বন্দ্বে ভুগছেন প্রবাসীরা। ইতিমধ্যেই জট খুলতে শুরু করেছে এনওসি নিয়ে।
আজ দেশটির জাতীয় গণমাধ্যম ওমান ডেইলির এক সংবাদে বলা হয়েছে, শুধুমাত্র পূর্বের চুক্তির মেয়াদ শেষ হলেই নিয়োগকর্তা পরিবর্তন করতে পারবেন প্রবাসীরা। এ জন্য তাদের এনওসির প্রয়োজন নেই।
তবে সরকারের সিদ্ধান্তের সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিয়োগকর্তা পরিবর্তনে বেশ কিছু শর্ত আরোপ করেছেন। এ ব্যাপারে রয়্যাল ওমান পুলিশের এক প্রবীণ কর্মকর্তা জানিয়েছেন, “নিয়োগকর্তার সাথে চুক্তি শেষ করার পরই কোনো প্রবাসী তার ইচ্ছে অনুযায়ী নিয়োগকর্তা পরিবর্তন করতে পারবেন।”
আরো পড়ুনঃ করোনার নতুন সঙ্ক্রামন থেকে যেভাবে বাঁচবেন
এনওসি প্রথা বাতিল করার বিষয়ে প্রবাসী নাগরিকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। মাস্কাটের এক আইনজীবী জানিয়েছেন, দেশটিতে চাকরি পরিবর্তন করতে ইচ্ছুক অনেক প্রবাসী আছেন। তাই এই বিষয়টি আরও সুস্পষ্ট হওয়া দরকার।
তিনি মনে করেন প্রবাসী কর্মীরা নিয়োগকর্তা পরিবর্তন করতে চাইলে অবশ্যই কর্মীদের কাজের চুক্তির মেয়াদ শেষ হওয়ার বা কর্মসংস্থান চুক্তির সমাপ্তির প্রমাণ দেখাতে হবে।
এই শর্তের ফলে প্রবাসী কর্মীরা নিয়োগকর্তাদের কাছ থেকে পালিয়ে যাওয়ার সমস্যা কমে আসবে। এছাড়া আবাসিক ভিসায় কর্মরত কোনো প্রবাসী নিয়োগকর্তা পরিবর্তন করতে চাইলে অবশ্যই তার কাছে নিয়োগের চুক্তি থাকতে হবে।
এদিকে ওমানের দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনার আওতায় দেশটির শ্রম ও সিভিল সার্ভিসে নতুন করে প্রশিক্ষণ কোর্স চালু করেছে। ফলে ওমানের যুব সমাজ আরো দক্ষতা অর্জনে সক্ষম হবে।
আরো পড়ুনঃ ২০১ রিয়াল দিয়ে পতাকা নবায়নের মেয়াদ বাড়ালো ওমান
কাজের বাজারে তাদের আরো মূল্যায়ন বাড়বে। দেশটির সরকার প্রতিটি খাতে ওমানিকরণের দিকে মনোনিবেশ বাড়িয়েছে বলে জানিয়েছে ওমানের বিভিন্ন জাতীয় গণমাধ্যম। তবে এই এনওসি প্রথা আসলেই প্রবাসীদের স্বার্থ কতটুকু হাসিল করবে তা নিয়ে সন্দিহানে ওমান প্রবাসীরা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post