বাংলাদেশ থেকে সৌদি আরবগামী ফ্লাইট আগামী বুধবার (৬-জানুয়ারি) থেকে আবার চলাচল শুরু করতে যাচ্ছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌদি সরকার নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় আগামী ৬ই জানুয়ারি ২০২১ বুধবার থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সৌদি আরবগামী ফ্লাইটসমুহ আবার নিয়মিতভাবে চলাচল করবে।
বাতিলকৃত ফ্লাইটসমূহের যাত্রীদের বিমানের ওয়েবসাইট www.biman-airlines.com এ প্রদত্ত সিডিউল অনুযায়ী নিকটস্থ বিমান সেলস অফিসে যোগাযোগ করতে অনুরোধ করা হয় ওই বিজ্ঞপ্তিতে।
ফ্লাইটে আসন খালি থাকা সাপেক্ষে তাদের অগ্রাধিকার ভিত্তিতে আসন বরাদ্দ করা হবে জানিয়েছে বিমান। সম্প্রতি সহজে এবং দ্রুত ছড়াতে পারে এমন একটি নতুন ধরনের করোনাভাইরাস সংক্রমণের খবর প্রকাশের পর গত ২১শে ডিসেম্বর থেকে দু’সপ্তাহের জন্য সৌদি আরব তাদের সীমান্ত এবং আন্তর্জাতিক ফ্লাইট চলাচল বন্ধ করে দেয়।
আরো পড়ুনঃ করোনার নতুন সঙ্ক্রামন থেকে যেভাবে বাঁচবেন
তবে রোববার সৌদি সরকারি বার্তা সংস্থার এক খবরে এসব “সতর্কতামূলক পদক্ষেপ” তুলে নেবার কথা জানানো হয়। অবশ্য ব্রিটেন বা দক্ষিণ আফ্রিকাসহ যেসব দেশে ওই নতুন ধরণের ভাইরাস ছড়িয়েছে সেখান থেকে আসা ভ্রমণকারীদের সৌদি আরবে ঢোকার ক্ষেত্রে নানা বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post