মধ্যপ্রাচ্যের দেশ ওমানে ফের ঊর্ধ্বমুখী মহামারী করোনা। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তের সংখ্যা ১৮০ জন এবং মৃত ১ জন। সোমবার (৪-জানুয়ারি) ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুসারে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৯ হাজার ৫৮৪ জন এবং মোট সুস্থের সংখ্যা ১ লাখ ২২ হাজার ৩৭২ জন। যা মোট আক্রান্তের ৯৪.৪ শতাংশ রোগী এখন সুস্থ।
গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে করোনা বেশ ঊর্ধ্বমুখী রয়েছে ওমানে। দেশটিতে গত সপ্তাহের এই দিনে আক্রান্তের সংখ্যা ছিলো মাত্র ৯১ জন এবং মৃত ছিলো শূন্যের কোঠায়।
আর এই সপ্তাহে একই দিনে আক্রান্তের সংখ্যা ১৮০ জন, যা গত সপ্তাহের তুলনায় দিগুণ বেড়েছে আক্রান্ত। সেইসাথে গত সোমবার (২৮-ডিসেম্বর) হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা ছিলো মাত্র একজন, আর আজ হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৪ জন।
আরো পড়ুনঃ করোনার নতুন সঙ্ক্রামন থেকে যেভাবে বাঁচবেন
দেশটিতে মোট মৃতের সংখ্যা ১ হাজার ৫০২ জন। গত ২৪ ঘণ্টায় নতুন সুস্থ রোগীর সংখ্যা ১০৬ জন এবং দেশটির বিভিন্ন হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা ৪ জন। এখন পর্যন্ত দেশটির বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন ৬৭ জন।
যাদের মধ্যে আশংকাজনক অবস্থায় নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউতে) রয়েছেন ২৯ জন। এখন পর্যন্ত দেশটিতে ৭ হাজারের অধিক মানুষ ভ্যাকসিন গ্রহণ করেছে বলে জানিয়েছে ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post