দখলদার ইসরায়েলের সঙ্গে সুসম্পর্ক তৈরি করে যেন বিপাকেই পড়েছে সংযুক্ত আরব আমিরাত। ইসরায়েলি পর্যটকদের ‘জ্বালায়’ হোটেলগুলোতে ছোটখাটো জিনিস রাখা কঠিন হয়ে গেছে আমিরাতের জন্য। ব্যাগে ভরে নিয়ে যাওয়া যায় এমন যা কিছুই পাচ্ছে, সব চুরি করে নিয়ে যাচ্ছে ইসরায়েলিরা। এ নিয়ে শোরগোল তুলেছে খোদ ইসরায়েলের গণমাধ্যমই।
ইসরায়েলি দৈনিক ইয়েদিথ অ্যারনোথ পত্রিকাটির কাছে এক ব্যবসায়ী বলেন, আমি অনেক বছর আগে আমিরাতে এসে ব্যবসা শুরু করেছিলাম। গতমাসে হোটেলে পৌঁছে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ি। সেখানে ইসরায়েলিরা হোটেল ছাড়ার আগে তাদের ব্যাগ খুলে রুমের খোয়া যাওয়া জিনিসপত্র খোঁজা হচ্ছিল।
বিদেশে গিয়ে ইসরায়েলিদের উদ্ভট কর্মকাণ্ড অবশ্য নতুন কিছু নয়। এধরনের কাজের জন্য সমালোচিত হয়েছেন খোদ ইসরায়েলের প্রধানমন্ত্রীই। অভিযোগ রয়েছে, বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার স্ত্রী বিদেশ সফরে যাওয়ার সময় ব্যাগভর্তি ময়লা কাপড় নিয়ে যান শুধু বিনামূল্যে ধোয়ানোর জন্য। গত বছর হোয়াইট হাউস গেস্টহাউসের কর্মীদের বরাতে এ তথ্য প্রকাশ করেছিল ওয়াশিংটন পোস্ট।
গত ১৫ সেপ্টেম্বর আরব আমিরাত ও ইসরায়েল হোয়াইট হাউসে কূটনৈতিক, সাংস্কৃতিক এবং বাণিজ্যিক সম্পর্ক স্থাপনে সম্মত হয়ে এক চুক্তি সাক্ষর করে। ফলে ইসরায়েলি থেকে সংযুক্ত আরব আমিরাতে বাণিজ্যিক বিমান ও পর্যটকরা আসতে থাকে।
আরো পড়ুনঃ ২০১ রিয়াল দিয়ে পতাকা নবায়নের মেয়াদ বাড়ালো ওমান
সাম্প্রতিক ইসরায়েলি পর্যটকদের বিরুদ্ধে হোটেলগুলি থেকে জিনিসপত্র চুরির অভিযোগ করছেন আমিরাতের হোটেল পরিচারক। ঘটনার বিষয়ে বুর্জ খলিফা পর্যবেক্ষণ করে একটি হোটেলের পরিচালক জানান, “আমরা বিশ্বের সমস্ত দেশ থেকে আশা পর্যটকদের নিয়মিত সেবা দিয়ে আসছি, এর মধ্যে কিছু সমস্যা তৈরি হয়, তবে বিশ্বয়ের বিষয় হলো আমরা এর আগে জিনিসপত্র চুরি করতে দেখিনি! সম্প্রতি আমরা দেখেছি ইসরায়েলি পর্যটকরা হোটেল থেকে তোয়ালে, চা এবং কফির ব্যাগ, এমনকি ল্যাম্প চুরি করছে।”
তিনি আরও বলেন, “ইসরায়েলি একটি পরিবার দুটি বাচ্চা নিয়ে চেক-আউট করতে এসেছিল, এসময় আমরা কিংকর্তব্য বিমূঢ় হয়ে কিছু একটা আবিষ্কার করি যে তাদের ব্যবহৃত কামরায় কিছু জিনিসপত্র অনুপস্থিত। যখন হোটেল কর্মীরা তাদের জানায় যে তারা যে কামরায় অবস্থান করছিল সেখানকার জিনিসগুলি অনুপস্থিত!
এতে তারা ক্ষিপ্ত হয়ে চিৎকার শুরু করে। কথোপকথনের এক পর্যায় তারা তাদের ব্যাগটি খুলতে রাজি হয় এবং আমরা তাদের ব্যাগে থেকে চুরি হওয়া জিনিসগুলো দেখতে পেয়ে পুলিশকে জানানোর কথা বললে তারা ক্ষমা চেয়ে জিনিসগুলি ফেরত দেয়।”
আরো পড়ুনঃ ওমানের আউটপাশ নিয়ে আসছে সুখবর!
ঘটনার বিষয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হওয়া ভিডিওতে কাতারের স্বনামধন্য উপস্থাপক ড.আবদুল আল-আজিজ আল-খাজরাজ আল নাসারী একটি ভিডিও প্রকাশ করেছেন, “এতে তিনি দাবি করেছেন যে আমিরাতের হোটেল মালিকদের বেশ কয়েকজন তাঁর সাথে চুরি হওয়ার বিষয়ে চুরির বিবরণ দিয়ে যোগাযোগ করেছেন। ভিডিওটিতে দেখা যায় তিনি হোটেলে ব্যবহৃত জিনিসগুলোর উপমা দিয়ে ইসরায়েলের সাথে সম্পর্কের বিষয়ে হুঁশিয়ারি করেন।”
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post