মধ্যপ্রাচ্যের দেশ ওমানে মহামারী করোনায় গত ৩দিনে নতুন আক্রান্তের সংখ্যা ৫৩৭ জন এবং মৃত ২ জন। রবিবার (৩-জানুয়ারি) ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুসারে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৯ হাজার ৪০৪ জন এবং মোট সুস্থের সংখ্যা ১ লাখ ২২ হাজার ২৬৬ জন। যা মোট আক্রান্তের ৯৪.৫ শতাংশ রোগী এখন সুস্থ।
দেশটিতে মোট মৃতের সংখ্যা ১ হাজার ৫০১ জন। গত ৩ দিনে নতুন সুস্থ রোগীর সংখ্যা ৩৭৬ জন এবং দেশটির বিভিন্ন হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা ১৩ জন। এখন পর্যন্ত দেশটির বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন ৭৭ জন। যাদের মধ্যে আশংকাজনক অবস্থায় নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউতে) রয়েছেন ৩২ জন। এখন পর্যন্ত দেশটিতে ৭ হাজার ৬০০ মানুষ ভ্যাকসিন গ্রহণ করেছে বলে আজ জানিয়েছে ওমান নিউজ এজেন্সি।
আরো পড়ুনঃ চরম টিকিট সংকটে ওমান প্রবাসীরা
রোববার ওমান নিউজকে দেওয়া এক সাক্ষাতকারে দেশটির স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, ‘‘ওমানে এখন পর্যন্ত টিকা নিয়ে কোনও ধরণের অপ্রত্যাশিত প্রতিক্রিয়া দেখা যায়নি।” মাস্কাট প্রদেশের টিকা কেন্দ্রগুলিতে পরিদর্শন শেষে তিনি আরো বলেন, ‘‘ওমানে আজ দেশটিতে করোনা ভ্যাকসিনের টিকা গ্রহণ করেছেন ৭ হাজার ৬০০ জন নাগরিক। যাদের মধ্যে কোনো নেতিবাচক পার্শ্ব প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
দেশটির বৌশার বিশেষায়িত স্বাস্থ্য কমপ্লেক্সে এখন পর্যন্ত এক হাজারেরও বেশি লোক ভ্যাকসিন নিয়েছেন বলে জানিয়েছেন অত্র প্রতিষ্ঠানের চেয়ারম্যান ডাঃ হানান বিনতে আবদুল্লাহ আল-মাহরূকিয়া। টিকাদান কর্মসূচি প্রক্রিয়াটি সুষ্ঠু ও নিরাপদে চলছে বলেও জানান তিনি। তিনি আরো বলেন, মাস্কাটে এখন পর্যন্ত ১ হাজার ৪৫৮ জন ভ্যাকসিন নিয়েছে।”
আরো পড়ুনঃ ওমান যেয়ে বালুতে ঘুমিয়ে আজ সফল ব্যবসায়ী সেলিম খান
এদিকে বাংলাদেশে আজ বেড়েছে করোনায় মৃত্যু ও শনাক্ত। গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ হাজার ৬২৬ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ৮৩৫ জনের দেহে করোনা শনাক্ত হয়।
এ নিয়ে দেশে মোট করোনা রোগী শনাক্ত হলো ৫ লাখ ১৬ হাজার ১৯ জন। রোববার (৩ জানুয়ারি) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন ৯৭৮ জন। মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৬০ হাজার ৫৯৮ জন।
আরো পড়ুনঃ ২০১ রিয়াল দিয়ে পতাকা নবায়নের মেয়াদ বাড়ালো ওমান
এদিকে করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, রোববার (৩ জানুয়ারি) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৮ কোটি ৪৯ লাখ ৭৫ হাজার ২৭৭ জন এবং মৃত্যু হয়েছে ১৮ লাখ ৪৩ হাজার ৩১৩ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ কোটি ৯৩ হাজার।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post