ওমানের অর্থ মন্ত্রণালয় এই বছর দেশটির নাগরিক এবং বেসরকারি খাতের বিভিন্ন সংস্থার জন্য নতুন প্রস্তাবনা ঘোষণা করেছে। সম্প্রতি ওমানের সুলতান হাইথাম বিন তারিকের নির্দেশে এই প্রস্তাবনা ঘোষণা করা হয়।
নতুন প্রস্তাবনা অনুযায়ী দেশটির হাউজিং ব্যাংকের ঋণ গ্রহণের নির্ধারিত বার্ষিক অঙ্ক ৬০ মিলিয়ন থেকে বাড়িয়ে একশ মিলিয়নের উন্নীত করা হবে। একই সাথে ঋণ অনুমোদনের সংখ্যা দুই হাজার ২৫০ থেকে এক হাজার ৩৫০-এ উন্নীত করা হবে। এছাড়াও, প্রণোদনাগুলির অংশ হিসাবে দেশের আবাসন ও নগর পরিকল্পনা মন্ত্রণালয় ওমানের বিভিন্ন প্রদেশের প্রায় ২৩ হাজার প্লট বিতরণ করবে।
আরো পড়ুনঃ ২০১ রিয়াল দিয়ে পতাকা নবায়নের মেয়াদ বাড়ালো ওমান
নতুন প্রস্তাবনার অংশ হিসেবে ওমান উন্নয়ন ব্যাংক দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের এক বছরের জন্য সুদ ছাড়া ঋণ প্রদান করবে। প্রায় ৩২ হাজার ১০৪ টি প্রতিষ্ঠান প্রায় এক কোটি নয় লাখ ৩০ হাজার ৪৩২ ওমানি রিয়াল মূল্যমানের একক পরিমাণ ছাড় পাবে।
এটি ওমান উন্নয়ন ব্যাংক এবং ক্ষুদ্র ও মাঝারি কর্তৃপক্ষ (আল র্যাফড ফান্ড এবং সানাদ) এই ছাড়া প্রদান করবে। বিশেষত দেশের বিদ্যুৎ ও পানির পুনঃস্থাপনের জন্য ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের আর্থিক বোঝা নিরসনের লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ওমান সরকার।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post