হজযাত্রীদের যাতায়াত ব্যবস্থা সহজ করতে এবার চালক বিহীন উড়ন্ত ট্যাক্সি সেবা চালু করেছে সৌদি আরব। পবিত্র নগরী মক্কায় যাত্রীদের পরিসেবায় এই ইলেকট্রিক উড়ন্ত ট্যাক্সি ব্যবহৃত হবে।
বুধবার দেশটির জেনারেল অথরিটি অভ সিভিল অ্যাভিয়েশন বোর্ডের চেয়ারম্যান এবং ট্রান্সপোর্ট ও লজিস্টিক মন্ত্রী সালেহ বিন নাসের আল-জাসার আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম উদ্বোধন করেন।
সৌদির ট্রান্সপোর্ট ও লজিস্টিক সার্ভিসেস মন্ত্রী বলেন, বিশ্বে এই প্রথম এ ধরনের উড়ন্ত ট্যাক্সির লাইসেন্স দিয়েছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ।
এই বৈদ্যুতিক উড়ন্ত ট্যাক্সিতে হজ যাত্রীরা মিনা, মুজদালিফা ও আরাফাতের ময়দানে যেতে পারবেন। তবে এ বছর জরুরি সেবার (মালামাল ও ওষুধ পরিবহন) কাজেই এই উড়ন্ত ট্যাক্সি বেশি ব্যবহার করা হবে।
দেশটির জেনারেল অথরিটি অভ সিভিল অ্যাভিয়েশন বোর্ডের দাবি, এয়ার ট্যাক্সির ব্যবহার যাত্রীদের ভ্রমণ সময় কমিয়ে আনবে। আর বিশেষ জরুরি মুহূর্তে এই সেবা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এদিকে, আগামী ১৫ জুনই শুরু হবে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। হজ পালন করতে এরইমধ্যে সৌদিতে বিশ্বের বিভিন্ন দেশের ১৫ লাখের বেশি মুসল্লি জড়ো হয়েছেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post