সংযুক্ত আরব আমিরাতের মানবসম্পদবিষয়ক মন্ত্রণালয় দেশটিতে ওয়ার্ক পারমিট এবং রেসিডেন্সি ভিসা পাওয়ার আইনগত পদ্ধতি এক মাস থেকে কমিয়ে মাত্র ৫ দিনের মধ্যে সম্পন্ন করার ঘোষণা দিয়েছে।
খালিজ টাইমস জানিয়েছে, মন্ত্রণালয় মঙ্গলবার ১১ জুন সারা দেশে কোম্পানিগুলোর জন্য “ওয়ার্ক বান্ডেল” প্রক্রিয়া সম্প্রসারণের ২য় পর্বে এই ঘোষণা দিয়েছে।
এটি এমন একটি প্ল্যাটফর্ম যা কোম্পানিগুলোকে কর্মীদের ভিসা এবং ওয়ার্ক পারমিট পরিচালনা সংক্রান্ত সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করার অনুমতি দিবে।
আট ধরনের কাজ এবং বসবাসের পদ্ধতি এখন থেকে এই “ওয়ার্ক বান্ডেল” এর মাধ্যমে সম্পন্ন করা যাবে। নতুন ওয়ার্ক পারমিট, ভিসা এবং কর্মসংস্থান চুক্তি প্রদান, এমিরেটস আইডি, রেসিডেন্সি এবং মেডিকেল পরীক্ষার পরিষেবা পাওয়া যাবে এর মাধ্যমে।
এছাড়াও এর ফলে একজন শ্রমিকের কর্মসংস্থান চুক্তি পুনর্নবীকরণ, এমিরেটস আইডি এবং রেসিডেন্সি নবায়ন, ওয়ার্ক পারমিট এবং বাসস্থান বাতিল করার প্রক্রিয়াও আগের তুলনায় অনেক সহজ হয়ে উঠবে। পরিষেবাগুলো শুধুমাত্র ‘ওয়ার্ক বান্ডেল‘ এর ওয়েবসাইট থেকে নেয়া যাবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post