লোকসান কাটিয়ে উঠতেই হজকে পুঁজি করে ফ্লাইটে বাড়তি ভাড়া নির্ধারণ করে বাংলাদেশ বিমান। যার সুযোগ নেয় বিদেশি সংস্থাও। এতে বিমানের স্বার্থ উদ্ধার হলেও বেশি ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে বিদেশি এয়ারলাইন্সকে ডলার পরিশোধে।
অর্ধেক হজযাত্রী বহন করেও এ বছর প্রায় ৮০০ কোটি টাকার ভাড়া ডলারে নিয়ে যাচ্ছে সৌদিয়া এয়ারলাইন্স। আর দুই এয়ারলাইন্স মিলে অতিরিক্ত প্রায় ৪০০ কোটি টাকা পকেট কাটছে হজযাত্রীদের। যা সরকারকে দ্বিগুণ চাপে ফেলছে বলে মত বিশেষজ্ঞদের।
সঠিক পরিকল্পনার অভাবে বাংলাদেশ বিমানের বেশিরভাগ রুটই লোকসানে ভারাক্রান্ত। প্রেক্ষাপট যখন এমন, তখন নিজেদের স্বার্থ উদ্ধারে হজযাত্রীদেরই টার্গেট করেছে সংস্থাটি।
ফ্লাইট পরিচালনায় লোকসানের বড় একটি অংশই বেশি ভাড়া নির্ধারণ করে উঠিয়ে নেয়া হচ্ছে হজ মৌসুমে। যার সুযোগ নিচ্ছে সৌদিয়া এয়ারলাইন্সও।
মূলত বাংলাদেশের হজ যাত্রীদের অর্ধেক বহন করে বাংলাদেশ বিমান। বাকি অর্ধেকের দায়িত্ব সৌদিয়া এয়ারলাইন্সের। যদিও এ বছর বিদেশি ক্যারিয়ারে যুক্ত হয়েছে ফ্লাইনাস।
বিমানের নথি অনুযায়ী, প্রতিটি হজ ফ্লাইটের অবতরণ থেকে উড্ডয়ন পর্যন্ত ৯০ মিনিট নিট চার্জ দিতে হলেও বিমানকে প্রতিটি ক্ষেত্রেই গুণতে হয় বেশি জরিমানা। হাজার হাজার ডলার খোয়া যাওয়ায় লোকসানের এই খড়গ চাপাতেই বাড়তি ভাড়া উঠানো হয় হজ মৌসুমে।
এভিয়েশন বিশেষজ্ঞ এ টি এম নজরুল ইসলাম বলেন, লোকসান কাটাতে ফ্লাইটে বাড়তি ভাড়া নিচ্ছে বাংলাদেশ বিমান। যার সুযোগ নিচ্ছে সৌদিয়া এয়ারলাইন্সসহ অন্যান্য বিদেশি সংস্থাও। ফলে বাড়তি অর্থ খরচ করতে হচ্ছে যাত্রীদের।
তবে বাংলাদেশ বিমানের সাবেক পরিচালক নাফিজ ইমতিয়াজ উদ্দিন বলেন, বিশ্ববাজারের সঙ্গে তেলের দাম নিয়মিত সমন্বয় করতে হবে সরকারকে। নিয়মিত দাম সমন্বয় না করায় সুবিধা পাচ্ছেন না বাংলাদেশের যাত্রীরা।
এদিকে, খোঁজ নিয়ে দেখা যায়, প্রতিটি টিকিটে প্রায় ৪৫ হাজার টাকা বেশি নিচ্ছে বিমান। এক্ষেত্রে বলাকা অতিরিক্ত আয় করছে প্রায় ২০০ কোটি টাকা। একই পরিমাণ অর্থ বিদেশি সংস্থার অ্যাকাউন্টে পাঠাতে সরকারকে গুণতে হচ্ছে অতিরিক্ত ১ কোটি ৬৫ লাখ ৩৮ হাজার ডলার।
এ টি এম নজরুল ইসলাম বলেন, এয়ারলাইন্সগুলো বাড়তি ভাড়া নেয়ায় লাভের চেয়ে বাড়তি চাপ তৈরি হচ্ছে বৈদেশিক মুদ্রায়।
এ বছর ৮৫ হাজার ২৫৭ হজযাত্রী পরিবহনে আকাশ পথে ব্যয়ের পরিমাণ প্রায় এক হাজার ৬৬৩ কোটি টাকা। এর মধ্যে দুই দেশের এয়ারলাইন্স অতিরিক্ত প্রায় ৪০০ কোটি টাকা তুলে নিচ্ছে হজ যাত্রীদের থেকে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post