শুক্রবার থেকে ওমানে থাকা সরকারি বেসরকারি কর্মীদের ঈদের ছুটি শুরু হচ্ছে। শুক্র শনির সরকারি ছুটি শেষ হওয়ার পরদিন রোববার থেকে শুরু হবে সরকার ঘোষিত ঈদের ছুটি। কার্যত সৌভাগ্যক্রমে পাওয়া ৯ দিনের টানা ছুটির প্রথম দিন শুক্রবার।
এদিকে ঈদুল আজহা উপলক্ষে অফিস কার্যক্রম বন্ধ রাখার তথ্য জানিয়েছে মাস্কাটের বাংলাদেশ দূতাবাসও। আগামী রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত ৩ দিনের ছুটিতে যাচ্ছে দূতাবাস।
আগামী ১৭ ই জুন সোমবার ওমানে ঈদুল আজহার প্রথম দিন। যদিও এবার সৌদির একদিন পর ওমানে ঈদ পালিত হবে। তবে ওমান সুলতানের নির্দেশে এবার ঈদের ছুটি নিয়ে বড় সুখবরই পেয়েছেন কর্মীরা।
শুক্র শনি ধরে ১৪ই জুন থেকে ছুটি শুরু হবে, আর শেষ হবে ২২ই জুন। এর পরদিন রোববার যথারীতি কাজে ফিরবেন কর্মীরা।
মুসলমানদের সবচেয়ে বড় দু’টো ধর্মীয় উৎসবের একটি ঈদুল আজহা। বাংলাদেশে যা কোরবানির ঈদ নামেও পরিচিত। ঈদুল আজাহা বা ত্যাগের উৎসবের মূল প্রতিপাদ্যই হলো ত্যাগ করা।
এ দিনটিতে মুসলমানেরা তাদের সাধ্যমত ধর্মীয় নিয়মানুযায়ী উট, গরু, দুম্বা কিংবা ছাগল আল্লাহর নামে কোরবানি করে বা জবাই দেন। যা মুসলিম জাতির পিতা হজরত ইবরাহিম আলাইহিস সালামের সময়কালে শুরু হয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post