দীর্ঘ অপেক্ষার পরও ইতালি গমনেচ্ছু কর্মীরা পাসপোর্ট ও ভিসা না পাওয়ায় পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী রোববার (৯ জুন) গুলশানের ভিএফএস গ্লোবালের অফিসের সামনে গণঅনশনের জন্য জমায়েত হওয়ার কথা ছিল। তবে অতিরিক্ত পুলিশ মোতায়েন করার গণঅনশন করতে পারেননি তারা।
জানা গেছে, রোববার সকালে ভিএফএস গ্লোবালের অফিসের সামনে গণঅনশনের উদ্দেশ্যে ইতালি গমনেচ্ছু কর্মীরা গুলশান লেকপাড়ে জমায়েত হয়।
তাদের উদ্দেশ্য ছিল ভিএফএস গ্লোবালের অফিসের সামনে গিয়ে গণঅনশন করা। তবে পুলিশি বাধায় সেটা করতে পারেননি তারা।
পুলিশের পক্ষ থেকে কর্মীদের জানানো হয়, কর্মীরা ভিএফএস গ্লোবালের অফিসের সামনে গিয়ে গণঅনশন করতে পারবেন না।
এমন পরিস্থিতিতে কর্মীদের মধ্যে চারজনের একটি প্রতিনিধিদলকে গুলশান থানায় যেতে বলা হয় এবং থানায় এসব কর্মীদের সঙ্গে কথা বলেন ঊর্ধ্বতন কর্মকর্তা।
থানা থেকে বের হয়ে আব্দুল কাইয়ুম নামের এক কর্মী জানান, পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ বিষয় তারা ব্যবস্থা নেবে। কর্মীদের সহযোগিতা করা হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post