করোনা মহামারির মধ্যেই রিজার্ভের নতুন রেকর্ড গড়ে বছর শেষ করছে প্রবাসীরা। বছর শেষে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ছাড়িয়েছে ৪৩ বিলিয়ন ডলার। বুধবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার মজুদ ৪৩.১৭ বিলিয়ন ডলার ছাড়িয়েছে বলে জানায় কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের সবশেষ পাওয়া তথ্য অনুযায়ী, ১ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত প্রায় ১৬৬ কোটি ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। গত মাসে মোট এসেছে প্রায় ২০৮ কোটি ডলার। বর্তমানে মজুদ থাকা বিদেশি মুদ্রায় প্রায় ১১ মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব।
সাধারণত তিন থেকে চার মাসের আমদানি ব্যয় মেটানোর মত বিদেশি মুদ্রার মজুদকে সন্তোষজনক মনে করা হয় আন্তর্জাতিকভাবে। সেখানে বর্তমান অবস্থা শুধুমাত্র সন্তোষজনকই নয়, এটিকে অনেক বিরাট একটি অর্জন বলেও মনে করছেন অর্থনীতিবিদরা।
তবে প্রবাসীদের বিভিন্ন সমস্যা নিরসনে সরকারের আরো কঠোর পদক্ষেপ নেওয়া উচিৎ বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। বর্তমান সময়ে দেশে এসে আটকাপড়ে আছেন অনেক প্রবাসী এবং বিদেশেও আটকাপড়ে আছেন অসংখ্য প্রবাসী।
আরো পড়ুনঃ বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধে ব্যবহার করা হবে নতুন প্রযুক্তি
আবার টিকিট সিন্ডিকেটের কারণে বিভিন্ন এয়ারলাইন্সের আকাশচুম্বী মূল্য নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন প্রবাসীরা। এইসকল সমস্যা নিরসনে সরকারের আরো পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন অভিভাষণ বিশেষজ্ঞরা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post