মাদারীপুরের কালকিনি উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আনসার হাওলাদের বাড়িতে বোমা হামলার অভিযোগ উঠেছে।
এতে নবজাতক ভাতিজাকে দেখতে আসা প্রবাসীসহ আটজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের মৃধাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
মৃধাকান্দি গ্রামের আপান কাজীর সঙ্গে একই এলাকার আনসার হাওলাদারের বিরোধ চলে আসছিল। এর জেরে রাত ২টার দিকে আপান কাজী লোকজন নিয়ে আনসার হাওলাদারের বাড়িতে বেশ কয়েকটি হাতবোমা বিস্ফোরণ ঘটায়।
এ সময় বাড়ির উঠানে বসে থাকা মালয়েশিয়া প্রবাসী দ্বীন ইসলামসহ আটজন গুরুতর আহত হন। আহতদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের মধ্যে দ্বীন ইসলামের অবস্থা গুরুতর হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
আনসার হাওলাদার সম্পর্কে দ্বীন ইসলামের বড় ভাইয়ের শ্বশুর। তিনি নবজাতক ভাতিজাকে দেখতে ওই বাড়িতে আসেন। অন্য আহতরা হলেন– কাওছার মৃধা, সোহেল মৃধা, কাইয়ুম, নান্নু মৃধা, মাহাবুব মৃধাসহ আটজন।
এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আল বিধান সানাউল্লাহ বলেন, বোমা হামলায় আহত চারজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তিনজন ভর্তি আছেন। একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
আহত কাওছার মৃধা বলেন, কালাই সরদারের চর গ্রামের রহমান হাওলাদেরর নেতৃত্বে আপান কাজী, কামাল কাজী, সুমন তালুকদার, আমিনুল তালুকদার ও জামাল কাজী লোকজন নিয়ে রাতে আমাদের বাড়িতে বোমা হামলা চালিয়েছে। এতে আটজন আহত হয়েছেন। হামলাকারীদের নামে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
এদিকে, এ বিষয়ে কথা বলতে আপান কাজীসহ অন্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। তাদের পাওয়া যায়নি।
কালকিনি থানার ওসি সরকার আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনার পর থেকে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় কেউ মামলা করেনি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post