ওমান প্রবাসীদের বহুল প্রত্যাশিত আউটপাশ বা সাধারণ ক্ষমার মেয়াদ আজ শেষ হলো। আগামীকাল থেকে দেশটিতে অবৈধ কোনো প্রবাসী ধরা পরলেই গুনতে হবে মোটা অংকের জরিমানা।
ওমান সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী চলতি বছরের গত ১৫ নভেম্বর থেকে শুরু হয়ে ৩১ ডিসেম্বর নাগাদ ছিলো এই সাধারণ ক্ষমার মেয়াদ। এই সময়ের মধ্যে যেসব ওমান প্রবাসী আউটপাশের জন্য আবেদন করেছেন, তাদের সকল জরিমানা ক্ষমা করে নিজ দেশে ফেরত যাওয়ার সুযোগ প্রদান করেছে ওমান সরকার।
তবে যেসব প্রবাসী ইরান, পাকিস্তান অথবা দুবাই থেকে অবৈধভাবে ওমান প্রবেশ করেছিলেন, আপাতত তাদের ব্যাপারে কোনো ধরনের সিদ্ধান্ত নেয়নি ওমান সরকার। বিশ্বস্ত সূত্রে জানাগেছে, খুব শীঘ্রই এইসব প্রবাসী এবং পতাকা পাসপোর্টহীন প্রবাসীদের ব্যাপারে একটা সিদ্ধান্ত নিবে ওমান সরকার। এ ব্যাপারে ওমানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের পক্ষথেকে ওমান সরকারের সাথে আলোচনা অব্যাহত রয়েছে বলে জানাগেছে সূত্রে।
আরো পড়ুনঃ চরম টিকিট সংকটে ওমান প্রবাসীরা
এ দিকে যেসব প্রবাসী আউটপাশের জন্য আবেদন করে দেশে আসার সকল প্রস্তুতি সম্পন্ন করেও এখন আবার দেশটিতে বৈধ হয়ে কাজ করতে চাচ্ছেন, তারা তাদের স্পন্সরের পক্ষথেকে একটা চিঠি নিয়ে স্পন্সর সহ ওমানের লেবার কোর্টে যেয়ে রেজিস্ট্রেশন বাতিল করতে পারবেন।
এই সুযোগটিও আগামী ৬ জানুয়ারি পর্যন্ত থাকবে বলে জানিয়েছে ওমানের শ্রম মন্ত্রণালয়। আজ আউটপাশের রেজিস্ট্রেশনের সময়সীমা শেষ হলেও যেসব প্রবাসীরা রেজিস্ট্রেশন করেছেন, তারা আগামী ফেব্রুয়ারি মাস নাগাদ ওমান ত্যাগের সময় পাবেন এমন তথ্য জানাগেছে বিশ্বস্ত সূত্রে।
আরো পড়ুনঃ বিনা শুল্কে প্রবাসীরা যা আনতে পারবেন
চলতি বছরে ওমান সরকার ঘোষিত সাধারণ ক্ষমার সুযোগ নিয়ে দেশে ফেরার তালিকায় শীর্ষে রয়েছে বাংলাদেশীরা। প্রায় ৬০ হাজার প্রবাসী আউটপাশ নিয়ে দেশে ফিরবেন বলে জানাগেছে বিভিন্ন সূত্রে। এদিকে প্রবাসীদের ওমান ছাড়ার এই সুযোগ কাজে লাগিয়ে প্রতিযোগিতা মূলক টিকিটের মূল্য বাড়াচ্ছে এয়ারলাইন্স প্রতিষ্ঠান গুলো। এ নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন ওমান প্রবাসীরা।
https://www.youtube.com/watch?v=c1tphRWbM6k
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post