প্রায় প্রতিদিনই দুর্নীতি ও অবৈধ সম্পদের নতুন নতুন তথ্য আসছে সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিরুদ্ধে। এবার জানা গেলে সাবেক এই আইজিপির ব্যক্তিগত চিকিৎসক খালেদ মোহাম্মদ ইকবালেরও রয়েছে আড়াই’শ বিঘা জমি।
সরেজমিনে দেখা যায়, গাজীপুরের শ্রীপুর উপজেলার নিজমাওনা গ্রামের বিএনপি বাজার এলাকার আশপাশে যতদূর চোখ যায় সবখানেই সাইনবোর্ডে এক ব্যক্তির নাম ‘ডা. ইকবাল।’
সেখানে প্রায় ২৫০ বিঘা জমি কিনেছেন তিনি। পতিত জমি, সরকারি জমি, জঙ্গল কিংবা আবাদি জমি সবখানেই সাইনবোর্ডে ডা. ইকবালের নাম।
এদিকে ঐ জমিগুলোতে সাটানো ডা. ইকবাল এর নামে সাইবোর্ডগুলো ২ জুন রাত থেকে আর দেখা যাচ্ছে না। সাইনবোর্ড গুলো সরিয়ে ফেলা হয়েছে।
শ্রীপুর উপজেলার নিজমাওনা গ্রামে চিকিৎসক ইকবালের বাড়ি। তার বাবা গাজীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রয়াত ইসমাইল হোসেন।
ইকবাল পুলিশ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান ছিলেন। তিনি বেনজীর আহমেদের ব্যক্তিগত চিকিৎসকও ছিলেন।
এলাকাবাসীর অভিযোগ, প্রভাব খাটিয়ে এলাকায় প্রায় ২৫০ বিঘা জমি কিনেছেন তিনি। দখল করেছেন সরকারি জমি। পছন্দের জমি কিনতে এলাকাবাসীকে উচ্ছেদ করেছেন।
জানা গেছে, এখনো নিজমাওনা গ্রামে কমপক্ষে ১৫ স্পটে চিকিৎসক ইকবালের নামে সাইনবোর্ড ঝুলছে। নিজমাওনা গ্রামের রুহুল আমিন মাস্টারের বাড়ির পশ্চিম পাশে ৩৫ বিঘা জমি, একই গ্রামের মৃত আব্দুল কাদির পীরের আশপাশের ২০ বিঘা, মৃত আহমেদ আলীর ছেলে তাজউদ্দিনের বাড়ির দক্ষিণ-পশ্চিম পাশে চিংড়ির খাল পর্যন্ত ৫০ বিঘা, মধ্য নিজমাওনার আমিনুল ইসলাম মাস্টারের বাড়ির পাশে ৫০ বিঘা, নিজমাওনা গ্রামের পুটিমারা বাজারের পশ্চিম পাশে সালদহ নদের পাশে ১৫ বিঘা, নিজমাওনা বড়চালা বাজারের দক্ষিণ পাশে ২৫ বিঘা।
এছাড়া গাজীপুর মৌজার ৮১৫ নম্বর এসএ দাগের কমপক্ষে ৫০ বিঘা জমিতে সাইনবোর্ড ঝুলিয়েছিলেন তিনি। এর বাইরে এলাকার ইসমাইলের মোড়ের পশ্চিম পাশে আলিশান বাড়িসহ কমপক্ষে ১০ বিঘা জমিতে তার নামে সাইনবোর্ড ছিল।
নিজমাওনা গ্রামের একাধিক বাসিন্দা জানিয়েছেন, বেনজীর আহমেদ ও চিকিৎসক ইকবালের হয়ে জমি কিনে দিয়েছেন গ্রামের তাজুল ইসলাম, আইনুদ্দিন, মাসুদ মেকার, তৌহিজ উদ্দিন তহু ও আয়ুব আলী।
এই জমিগুলো দেখাশোনার জন্য বিভিন্ন জায়গায় ঘর নির্মাণ করা হয়েছিল। যারা এসব জমি পাহারা দিতেন, দুদকের অনুসন্ধান শুরুর পর তারাও আর এলাকায় নেই।
শ্রীপুরের সাবরেজিস্ট্রার মো. ওসমান গনি মণ্ডল বলেন, আমি এই অফিসে যোগদানের পর চিকিৎসক ইকবালের নামে ২০ থেকে ২৫ বিঘা জমি রেজিস্ট্রেশন করা হয়েছে।
তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় আমরা দলিল যাচাই-বাছাই করছি। এখানে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদের নামে বা তার কোনো স্বজনদের নামে কোনো দলিল হয়নি। এসব বিষয়ে জানতে চিকিৎসক ইকবালের মোবাইলে কয়েকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post