নাগরিকদের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে সৌদি আরব। দেশটির সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার (০৬ জুন) নাগরিকদের এ আহ্বান জানায়। এরপর এদিন সন্ধ্যায় দেশটির পর্যবেক্ষকসহ কমিটির সদস্যরা চাঁদ দেখার আয়োজন করেছে। এতে পশ্চিম আকাশে চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে আগামী ১৬ জুন পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করা হয়েছে।
সৌদি আরবের সুপ্রিম কোর্ট এ তারিখ ঘোষণা করেছে। বৃহস্পতিবার (০৬ জুন) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদেনে বলা হয়েছে, সৌদি আরবের সুপ্রিম কোর্ট জানিয়েছে, বৃহস্পতিবার সৌদির আকাশে চাঁদ দেখা গেছে। এ হিসাবে শুক্রবার (০৭ জুন) হবে জিলহজ মাসের প্রথম দিন।
সুপ্রিম কোর্টের তথ্যমতে, আগামী ১৫ জুন আরাফাতের দিন হবে। ফলে ১৬ জুন হবে পবিত্র ঈদুল আজহার প্রথম দিন। আর সে হিসাবে বাংলাদেশে ১৭ জুন ঈদুল আজহার প্রথম দিন পালিত হবে।
ইসলাম ধর্মের বিধান অনুসারে জিলহজ মাসের দশম দিনে ঈদুল আজহা উদযাপিত হয়। এ সময় আল্লাহর নির্দেশনা অনুসারে পশু কোরবানি দেন মুসলিমরা।
এর আগে, সৌদি সুপ্রিম কোর্ট জানায়, সাধারণ মানুষদের কেউ যদি খালি চোখে বা কোথাও জিলহজ মাসের চাঁদ দেখতে পান তাহলে তিনি যেন কোর্টে গিয়ে অবহিত করেন।
ইনসাইড দ্য হারামাইন জানিয়েছে, জিলহজ মাসের চাঁদ দেখার মাধ্যমে ঈদুল আজহা ও হজের তারিখ নির্ধারণ করা হবে।
এর আগে গত মাসে পবিত্র ঈদুল আজহা তথা কোরবানির ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা করে মিসর। দেশটির জ্যোতিবিদ্যা ইনস্টিটিউট জানায়, আগামী ১৬ জুন কোরবানির ঈদের সম্ভাব্য তারিখ হতে পারে।
মিসরের জ্যোতিবিদ্যা কেন্দ্র জানায়, হিজরি ১৪৪৫ সালের জিলহজ মাসের প্রথম দিন আগামী ৭ জুন হতে পারে। ফলে জ্যোতিবিদদের হিসাব অনুসারে পবিত্র ঈদুল আজহার প্রথম দিন ১৬ জুন তথা শনিবার হবে।
দেশটির জ্যোতিবিদ্যা ইনস্টিটিউটের প্রেসিডেন্ট ডক্টর তাহা রাবেহ বলেন, সৌর গবেষণা ল্যাবরেটরির গণনা অনুসারে আগামী ৭ জুন জিলহজ মাসের প্রথম দিন হবে।
তিনি জানান, গণনায় দেখা গেছে কায়রোর সময় অনুযায়ী আগামী ৫ জুন দুপুর ২টা ৩৯ মিনিটে জিলহজ মাসের অর্ধচন্দ্রের জন্ম হবে। এ দিনটি হবে জিলকদ মাসের ২৯তম দিন।
তিনি আরও জানান, ওইদিনই মক্কায় অর্ধচন্দ্রটি সূর্যাস্তের ১১ মিনিট ও কায়রোতে ১৮ মিনিট পর পর্যন্ত দেখা যাবে। এ ছাড়া মিসরের অন্যান্য অঞ্চলে ১২ থেকে ২০ মিনিট পর্যন্ত নতুন চাঁদ দেখা যাবে।
মিসরের এ জ্যোতিব্যিদ জানান, আরব বিশ্বের দেশগুলোতে অর্ধচন্দ্রটি ওইদিন ১ থেকে ২৮ মিনিট পর্যন্ত দেখা যাবে।
সাধারণত মধ্যপ্রাচ্যে চাঁদ দেখার পরের দিন বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যায়। ফলে মিসরের জ্যোতিবিদ্যা কেন্দ্রের তথ্য অনুসারে বিষয়টি সঠিক হলে তার পরের দিন বাংলাদেশে ঈদ উদযাপিত হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post