ওমানের ফ্লাইট চালুর পরথেকে চরম টিকিট সংকটে দেশটির প্রবাসীরা। ওমান থেকে দেশে ফিরতে এবং দেশ থেকে পুনরায় ওমান ফিরতে এয়ারলাইন্সের টিকিট পেতে চরম ভোগান্তিতে ওমান প্রবাসীরা। বাংলাদেশ বিমানসহ বিভিন্ন এয়ারলাইন্সের টিকেটের ব্যাপক সংকট দেখা দিয়েছে। এ জন্য সিন্ডিকেটকে দায়ী করছেন প্রবাসীরা।
অনেক প্রবাসীর ভিসার মেয়াদ শেষ হওয়াতে নির্দিষ্ট সময়ে ওমান পৌঁছানো নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছেন অসংখ্য প্রবাসী। বর্তমান সময়ে ওমানের টিকিট যেন সোনার হরিণ। ৩ থেকে ৪ গুন বেশি মুল্যদিয়ে টিকিট করতে হচ্ছে এমন অভিযোগ ওমান প্রবাসীদের।
এদিকে সংযুক্ত আরব আমিরাত যেতেও টিকিট পাচ্ছেন না প্রবাসী বাংলাদেশিরা। ডিসেম্বরের ৩১ তারিখের মধ্যে সংযুক্ত আরব আমিরাতে ঢুকতে না পারলে কর্মী ভিসা লাগানো সম্ভব হবে না, এ ধরনের গুজবে দেশটিতে আসতে হুমড়ি খেয়ে পড়েছেন প্রবাসী বাংলাদেশিরা।
এতে এয়ারলাইন্সগুলোতে টিকিটের চরম সংকট দেখা দিয়েছে। কারো কারো অভিযোগ বাংলাদেশ বিমানসহ এয়ারলাইন্সগুলো সিন্ডিকেটের মাধ্যমে টিকিটের কৃত্রিম সংকট তৈরি করে রেখেছে। যাতে আমিরাতের এবং ওমানের ট্রাভেল এজেন্সিগুলো টিকেট বিক্রি করতে পারছে না।
আরো পড়ুনঃ শুক্রবার থেকেই ওমানে কার্যকর হচ্ছে নতুন আইন
ট্রাভেল এজেন্সিগুলোর মালিকরা জানান, টিকিটের চড়া মূল্য ও সংকটের পরিপ্রেক্ষিতে যাত্রীরা যেমন হতাশ হচ্ছে, তেমনি গ্রাহক সেবা দিতে না পেরে তারাও বিপাকে। করোনার আগ্রাসন ঠেকাতে বিশ্বের অনেক দেশ আন্তর্জাতিক ফ্লাইট চলাচল বন্ধ করে দিলেও মধ্যপ্রাচ্যের দেশ ওমান ও সংযুক্ত আরব আমিরাত তাদের বিমান চলাচল স্বাভাবিক রেখেছে।
তাছাড়া ভিজিট ভিসায় আসা ব্যক্তিদের স্বাভাবিক নিয়মে ভিসা ট্রান্সফারসহ সব রকম সুযোগ সুবিধা দিচ্ছে আমিরাত। এমতাবস্থায় টিকিট সিন্ডিকেটের বিরুদ্ধে সরকারের নজর দেওয়ার দাবী জানিয়েছেন প্রবাসীরা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post