আগামীকাল শুক্রবার থেকেই ওমানে সম্পূর্ণভাবে নিষিদ্ধ হচ্ছে সকল ধরনের প্লাস্টিকের শপিং ব্যাগ ব্যবহার। বুধবার দেশটির পরিবেশ বিষয়ক মন্ত্রণালয়ের মহাপরিচালক ইঞ্জিনিয়ার আহমেদ বিন জহির আল হিনাই বলেন, “ওমানের পরিবেশ দূষণ ও ক্ষতিকারক বর্জ্য থেকে রক্ষা করার জন্য কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। নির্ধারিত পরিকল্পনার অংশ হিসাবে আগামী শুক্রবার থেকে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।”
এদিকে দেশটির বাণিজ্যিক প্রতিষ্ঠান গুলোকে পরিবেশ বান্ধব ব্যাগ যেমন, কাপড়, কাগজ এবং অন্যান্য জৈব পদার্থ দিয়ে তৈরি এই সমস্ত ব্যাগের ব্যবহার বাণিজ্যিক ভাবে বাড়াতে অনুরোধ জানিয়েছে পরিবেশ কর্তৃপক্ষ। কারণ হিসেবে কর্তৃপক্ষ উল্লেখ করেন, প্লাস্টিকের ব্যাগগুলিতে উচ্চমাত্রার সীসা থাকে। যা সূর্যের নীচে ফেলে দিলে এর থেকে মানব-স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক গ্যাস নির্গত হয়। এই গ্যাস মানুষ ও পশুপাখির জন্য খুবই ক্ষতিকর।
আরো পড়ুনঃ এনওসি বাতিল হলেও তেমন ফল পাবেন না প্রবাসীরা
তাই আগামী বছরের পহেলা জানুয়ারি থেকে দেশটিতে সকল ধরনের প্লাস্টিকের ব্যাগ ব্যবহার নিষিদ্ধ করা হচ্ছে। আগামী বছর থেকে কোনো ব্যক্তি যদি প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করে তাহলে তাকে ১০০ ওমানি রিয়াল জরিমানা গুনতে হবে।
একই অপরাধ বারবার করলে এই জরিমানা ২ হাজার ওমানি রিয়াল পর্যন্ত যেতে পারে। (যা বাংলাদেশী মুদ্রায় সর্বনিম্ন ২৫ হাজার টাকা থেকে সাড়ে চার টাকার সম পরিমাণ) এই জরিমানাগুলো দেশটির পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণ আইনের অধীনে করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post