এবারের ঈদুল আজহার ছুটি নিয়ে বড় সুখবর পেতে যাচ্ছেন ওমানের কর্মীরা। সম্ভাবনা রয়েছে এবারের ঈদের ছুটি হবে ৯ দিনের। ওমান ও সৌদির তরফ থেকে ধারণা করা হচ্ছে এবারের ঈদের প্রথম দিবস আগামী ১৬ জুন রোববার।
সেক্ষেত্রে ঈদের ছুটি হতে পারে রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত। তবে বিশেষ ছুটির আগের ও পরের শুক্র শনি মিলিয়ে ছুটির দিনের সংখ্যা দাঁড়ায় ৯ দিনে। তাই মোটামুটি নিশ্চিত, কর্মীরা এবার ৯ দিনের লম্বা ছুটিই পেতে যাচ্ছেন।
৩০ বছর ধরে সঠিক অনুমান করার সুনাম রয়েছে ওমান এস্ট্রোনোমিক্যাল সোসাইটির পর্যবেক্ষক প্রধান আব্দুল ওয়াহাব আল বুসাইদির। তিনি বলেন, জৌতির্বিদ্যার গণনা অনুযায়ী, আগামী ৭ ই জুন জিলহজ্ব মাস শুরুর সম্ভাবনা রয়েছে।
তাই আরাফার দিবস হবে ১৫ ই জুন এবং ঈদের প্রথম দিন হবে ১৬ জুন রোববার। প্রায় একই কথা বলেছেন সৌদির চাঁদ দেখা কমিটির সদস্য ড. খালেদ জাক। এক ভিডিও বার্তায় তিনি ১৬ জুন ঈদ হবে বলে শক্ত ধারণার কথা জানিয়েছেন।
ঈদুল আজহা মুসলমানদের সবচেয়ে বড় দু’টো ধর্মীয় উৎসবের একটি। বাংলাদেশে যা কোরবানির ঈদ নামেও পরিচিত। ঈদুল আজাহা হলো ‘ত্যাগের উৎসব’। যার মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে ত্যাগ করা।
এ দিনটিতে মুসলমানেরা তাদের সাধ্যমত ধর্মীয় নিয়মানুযায়ী উট, গরু, দুম্বা কিংবা ছাগল আল্লাহর নামে কোরবানি করে বা জবাই দেন। যা মুসলিম জাতির পিতা হজরত ইবরাহিম আলাইহিস সালামের সময়কালে শুরু হয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post