ওমানে অবৈধ থাকা প্রবাসী বাংলাদেশিদের জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ দিতে দেশটির শ্রমমন্ত্রীকে আহ্বান জানানো হয়েছে।
গত বৃহস্পতিবারের ভিসা সংক্রান্ত আলোচনার একপর্যায়ে শ্রমমন্ত্রী ড. মাহাদ বিন সাঈদের সঙ্গে এই বিষয়ে আলাপ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।
এসময় ওমানের শ্রমমন্ত্রীকে বাংলাদেশ সফরের জন্যও আমন্ত্রণ জানানো হয়। মাস্কাটের বাংলাদেশ দূতাবাসের এক ফেজবুক পোস্টে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়, প্রতিমন্ত্রীর নেতৃত্বে তাঁর প্রতিনিধিদল এবং ওমানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ নাজমুল ইসলামের উপস্থিতিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সেখানে প্রতিমন্ত্রী ওমানে বাংলাদেশী কর্মীদের ভিসা সংক্রান্ত জটিলতা নিরসন, অবৈধ প্রবাসীদের জরিমানা ছাড়াই বৈধ হবার সুযোগ প্রদান এবং জনশক্তি সহযোগিতা সংক্রান্ত ৬ষ্ঠ যৌথ কারিগরি কমিটির সভা আয়োজনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
আর ওমানের শ্রমমন্ত্রী আশ্বস্ত করেন, তার সরকার বাংলাদেশীদের জন্য নির্দিষ্ট কিছু বিভাগে ভিসা খোলাটা গভীরভাবে বিবেচনা করছে।
সভায় বাংলাদেশ থেকে প্রবাসীদের নির্বিঘ্নে নিরাপদ অভিবাসন নিশ্চিত করার পাশাপাশি মানব পাচার রোধে সহযোগিতার বিষয়ে ও সাশ্রয়ী অভিবাসন প্রক্রিয়া নিশ্চিতে একসঙ্গে কাজ করতে উভয় পক্ষই সম্মত হয়। সবশেষ শ্রম মন্ত্রীকে তার সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post