পর্তুগালে এয়ার শো চলাকালীন দুটি ছোট বিমানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন পাইলট নিহত এবং অন্যজন আহত হয়েছেন বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে।
পর্তুগালের সংবাদ সংস্থা লুসা’র বরাত দিয়ে রোববার (২ জুন) তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, পর্তুগিজ বিমান বাহিনীর (পিএএফ) ৭২তম বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে দক্ষিণ পর্তুগালের বেজার এয়ার বেস নম্বর ১১-তে আয়োজিত এয়ার শো চলাকালীন এই দুর্ঘটনা ঘটেছে।
Portugal: Two planes collided and crashed today during an air show. One pilot was killed. pic.twitter.com/xSOIQ9wmWw
— AbuAliEnglish (@AbuAliEnglishB1) June 2, 2024
পর্তুগিজ বিমান বাহিনী (পিএএফ) পরবর্তীতে এক বিবৃতিতে প্রতিবেদনটি নিশ্চিত করে বলেছে; অত্যন্ত দুঃখের সঙ্গে বিমান বাহিনী এই ঘোষণা দিচ্ছে যে, বিকেল ৪টা ৫ মিনিটে (স্থানীয় সময়) বেজা এয়ার শো-তে দুটি বিমান দুর্ঘটনার শিকার হয়েছে।
পিএএফের সূত্রের উদ্ধৃতি দিয়ে পর্তুগিজ সংবাদমাধ্যমের প্রতিবেদনে বিমান দুটি ‘ইয়াকভলেভ ইয়াক-৫২’ (সোভিয়েত ডিজাইন) মডেলের বলে উল্লেখ করা হয়েছে। নিহত পাইলট একজন স্প্যানিশ নাগরিক বলেও জানানো হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post