ওমানে করোনা বিস্তার রোধে সরকারের বিধিমালা অনুসরণ না করে যেসকল বিমান সংস্থা বিমান পরিচালনা করবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএ)।
এক বিবৃতিতে সিএএ জানিয়েছে, দেশটিতে স্বাস্থ্যবিধি মেনে বিমান চলাচল সচল রয়েছে। কিন্তু যে সকল সংস্থা করোনা মহামারিতে সঠিকভাবে আইন মেনে বিমান পরিচালনা করবে না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
ওমানে আগত কূটনীতিবিদদেরও এখন থেকে ওমান ফেরার পর সাত দিনের হোম কোয়ারেন্টাইন মেনে চলতে হবে। তবে তাদের পিসিআর পরীক্ষা, তারাসুদ+ অ্যাপ ডাউনলোড এবং ব্রেসলেট পরার প্রয়োজন নেই বলে জানিয়েছে সিএএ।
এতে আরো উল্লেখ করা হয়, “তফসিলযুক্ত আন্তর্জাতিক বিমানগুলি প্রতিটি দেশের নির্ধারিত জাতীয় বিমানের সাথে সমন্বয় করে তাদের কাজ চালিয়ে যাবে। নির্ধারিত ফ্লাইট পরিচালনার জন্য প্রতিটি দেশে প্রযোজ্য প্রক্রিয়াগুলি বিবেচনায় নিতে হবে।
এছাড়াও করোনা মহামারিতে সাবধানতামূলক পদক্ষেপের কারণে ওমানে বেশ কয়েকটি বিমান সংস্থা বিভিন্ন দেশের বিমানের সাথে সমন্বয় করে পরিচালিত হচ্ছে।বর্তমানে ছয়টি জিসিসি দেশের নাগরিক ছাড়াও বৈধ ভিসাধারী প্রবাসীরাও ওমান প্রবেশের অনুমতি পাবেন।
আরো পড়ুনঃ বৈধভাবে কানাডা যাবেন যেভাবে
তবে ওমানে আগত সকল যাত্রীদের ওমান পৌঁছানোর ৭২ ঘন্টা আগে করোনার পিসিআর পরীক্ষা করাতে হবে। এই পরীক্ষার ফলাফল ওমানে প্রবেশের সময় উপস্থাপন করতে হবে।
সরকার অনুমোদিত বৈধ মেডিকেল সেন্টার থেকে পিসিআর পরীক্ষা করাতে হবে এবং উক্ত পিসিআর সনদ ইংরেজি অথবা আরবিতে লেখা হতে হবে। ওমানে আগত সকল যাত্রীদের আন্তর্জাতিক স্বাস্থ্য বীমা থাকতে হবে।
আরো পড়ুনঃ খুব সহজেই পর্তুগালে সপরিবারে স্থায়ী বসবাসের সুযোগ!
সিএএ আরো জানিয়েছে,“ওমানে যাওয়ার আগে মাস্কাট এয়ারপোর্টে পিসিআর পরীক্ষার জন্য www.covid19.emushrif.om/traveler/travel এই ওয়েবসাইটে যেয়ে প্রি-রেজিস্ট্রেশন করতে হবে। এই রেজিস্ট্রেশন করতে খরচ হবে ২৫ ওমানি রিয়াল। এছাড়াও তারাসুদ + অ্যাপ ডাউনলোড, ব্রেসলেট পরিধান ও সাত দিনের জন্য কোয়ারেন্টাইন মেনে চলতে হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post