ওমানে ভিসা চালুর খবর প্রবাসীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। দেশটিতে থাকা সাধারণ প্রবাসীদের কেউ কেউ ভিসা চালুর খবরে নাখোশ। অন্যদিকে খুশি বেশিরভাগ প্রবাসী এবং ওমানে যেতে ইচ্ছুক বাংলাদেশিরা।
ওমানের নতুন ভিসা সিদ্ধান্তের ব্যাপারে ওমান প্রবাসীদের কাছে প্রতিক্রিয়া জানতে চায় প্রবাস টাইম। তাদের মধ্যে রাকিব হোসেন বলছেন, তিনি ওমানে ১২ বছর ধরে আছেন।
নিজের চাকরি থাকলেও রুমের অপর ১০ থেকে ১২ জন প্রবাসীই বেকার। বাড়ি থেকে টাকা এনে খাবার খেতে হয়, তাই সাধারণ শ্রমিক ভিসা বন্ধ থাকায় সন্তুষ্ট তিনি।
রায়হান নামে অপর এক প্রবাসী ফ্যামিলি ভিসা চালু হওয়ার খবরে উচ্ছ্বাস প্রকাশ করেন। ভিন্ন উপলব্ধি প্রবাসী জাবেদের, তার মতে, ভিসা চালু হওয়ায় এখন দালালদের দৌরাত্ম্য বাড়বে।
যদিও ওমানের নতুন ভিসা সিদ্ধান্তটি সুনির্দিষ্ট এবং ক্যাটাগরি ভিত্তিক। আপাতত সাধারণ কাজের ভিসায় কেউ ওমান যাওয়ার সুযোগ পাবেন না। সুযোগ থাকছে কেবল দক্ষ কর্মীদের জন্য।
যে ১২ ক্যাটাগরির ভিসা চালু করা হয়েছে তার মধ্যে চিকিৎসক, প্রকৌশলী, নার্স, শিক্ষক এবং হিসাবরক্ষক পেশার বাংলাদেশিরা নতুন করে ভিসা নিয়ে ওমানে কাজ করার সুযোগ পাবেন।
ধারণা করা হচ্ছে খুব শিগগির সাধারণ শ্রমিকদের জন্য ওমান থেকে কোনো সুখবর আসছেনা। ফলে তাদের অপেক্ষার পর্ব আরও দীর্ঘতর হচ্ছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post