মধ্যপ্রাচ্যের দেশ ওমানে উঁকি দিচ্ছে সম্ভাবনার নতুন সূর্য। বিশ্বব্যাপী করোনার দ্বিতীয় ডেউ চোখ রাঙ্গালেও দেশটিতে মহামারী করোনা প্রায় নিয়ন্ত্রণের দ্বারপ্রান্তে। সোমবার (২৮-ডিসেম্বর) ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুসারে দেশটিতে করোনায় নতুন মৃত শূন্যের কোঠায়। সেইসাথে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও মাত্র একজন। যা গত ৮ মাসে হাসপাতালে ভর্তি রোগীর সর্বনিম্ন রেকর্ড।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দেশটিতে গত ২৪ ঘন্টায় নতুন আক্রান্তের সংখ্যা ৯১ জন। এখন পর্যন্ত সর্বমোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৮ হাজার ৫৬৩ জন এবং মোট সুস্থের সংখ্যা ১ লাখ ২১ হাজার ১৮২ জন। যা মোট আক্রান্তের ৯৪.২ শতাংশ রোগী এখন সুস্থ।
দেশটিতে মোট মৃতের সংখ্যা ১ হাজার ৪৯৫ জন। গত ২৪ ঘন্টায় নতুন সুস্থ রোগীর সংখ্যা ২০৬ জন। যা আজ আক্রান্তের প্রায় আড়াই গুন বেশি রোগী সুস্থ হয়েছেন। গত ২৪ ঘণ্টায় দেশটির বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১ জন।
এখন পর্যন্ত দেশটির বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন ৮৬ জন। যাদের মধ্যে আশংকাজনক অবস্থায় নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউতে) রয়েছেন ৩৭ জন।
আরো পড়ুনঃ করোনার নতুন সঙ্ক্রামন থেকে যেভাবে বাঁচবেন
এদিকে ক্রমাগত করোনা রোগী বৃদ্ধির কারণে ভয়াবহ চাপে যুক্তরাজ্যের হাসপাতালগুলো। মহামারি করোনাভাইরাসের ভয়াবহ প্রাদুর্ভাব বেড়েছে পুরো যুক্তরাজ্যজুড়ে। দেশটির হাসপাতালে ভর্তি হচ্ছে প্রতিদিন অসংখ্য মানুষ। রোগী আসার মাত্রা এতটাই বেড়ে গেছে যে পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে হাসপাতালগুলোকে।
আরো পড়ুনঃ ওমান প্রবাসীদের উদ্দেশ্যে বিমানের জরুরী বিজ্ঞপ্তি
রোগী বাড়ার সঙ্গে সঙ্গে চাপ বেড়েছে অ্যাম্বুলেন্স সার্ভিসেও। এমনই একটি অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, লন্ডনে প্রতিদিন অন্তত ৮ হাজার রোগীর ডাক পাচ্ছে স্বাস্থ্যসেবা কর্তৃপক্ষ। তারা রোগী গ্রহণ-সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য শুধু অ্যাম্বুলেন্স নয় বরং ‘৯৯৯’-এ ফোন করতে বলেছে। যুক্তরাজ্যে সম্প্রতি ছড়িয়েছে ভাইরাসের নতুন ধরন। এ নিয়ে আতঙ্ক বিরাজ করছে। এরই মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর হয়েছে কর্তৃপক্ষ। শুরু হয়েছে ভ্যাকসিনের প্রয়োগও।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post