যুক্তরাজ্যে করোনাভাইরাসের নতুন ধরন শনাক্ত হওয়ায় গত ২১ ডিসেম্বর থেকে এক সপ্তাহের জন্য সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত ঘোষণা করে সৌদি আরব।
এক সপ্তাহ পর করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়াতে আরও এক সপ্তাহের জন্য আন্তর্জাতিক বিমান চলাচল বন্ধ রাখার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। গতকাল রোববার এ ঘোষণা দেয় দেশটি। বেশ কয়েকটি দেশে নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর সংক্রমণ রোধে এ ধরনের পদক্ষেপ নিয়েছে সৌদি আরব।
আজ সোমবার খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপের দেশগুলোতে নতুন বৈশিষ্ট্যের করোনা ছড়িয়ে পড়ায় আকাশপথ, স্থলপথ ও জলপথ দিয়ে সৌদিতে প্রবেশ ও বাহির হওয়া আরও এক সপ্তাহের জন্য বন্ধ থাকবে।
আরো পড়ুনঃ ওমান প্রবাসীদের উদ্দেশ্যে বিমানের জরুরী বিজ্ঞপ্তি
তবে যারা সৌদি আরবের নাগরিক নন, তাদের সৌদি আরবের বাইরে নিয়ে যাওয়ার ব্যাপারে বিমানবন্দরগুলোকে নির্দেশ দিয়েছে জেনারেল অথরিটি অব সিভিল অ্যাভিয়েশন (জিএসিএ)। করোনার বিস্তার ঠেকাতে সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে এ কাজ করতে বলা হয়েছে।
জিএসিএ শর্তসাপেক্ষে অনুমতি দিয়েছে এই বলে যে, বিদেশি বিমানগুলো চার্টার্ড ফ্লাইট পরিচালনা করতে পারবে। তবে সেসব বিমানের কোনো ক্রু বিমান থেকে বিমানবন্দরে নামতেই পারবে না। এমনকি বিমানবন্দরের স্টাফদের সঙ্গেও সশরীরে সাক্ষাৎ করতে পারবে না তারা।
এদিকে সৌদি আরবে পার্শ্ববর্তী দেশ ওমান এক সপ্তাহের জন্য ফ্লাইট বন্ধ ঘোষণা করলেও আগামীকাল থেকে সকল আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ওমান সরকার।
আরো পড়ুনঃ করোনার নতুন সঙ্ক্রামন থেকে যেভাবে বাঁচবেন
ওমান সুপ্রিম কমিটির ঘোষণা অনুযায়ী আগামী ২৯ ডিসেম্বর থেকে পুনরায় সকল আন্তর্জাতিক ফ্লাইট চলাচল করবে। দেশটির এ সিদ্ধান্তের পর আগামী ২৯ ডিসেম্বর রাত থেকে বাংলাদেশ বিমানের মাস্কাটগামী ফ্লাইট আবার নিয়মিত চলাচল করবে বলে জানিয়েছে বাংলাদেশ বিমান চলাচল কর্তৃপক্ষ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post