আগামী ২৯ ডিসেম্বর থেকে পুনরায় ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে ওমান। এ নির্দেশনা বাংলাদেশসহ সব দেশের জন্য সমানভাবে প্রযোজ্য হবে। রোববার (২৭ ডিসেম্বর) ওমান সরকারের শীর্ষ পর্যায় থেকে এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানিয়েছে আরব নিউজ।
দেশটির এ সিদ্ধান্তের পর আগামী ২৯ ডিসেম্বর রাত থেকে বাংলাদেশ বিমানের মাস্কাটগামী ফ্লাইট আবার নিয়মিত চলাচল করবে বলে জানিয়েছে বাংলাদেশ বিমান চলাচল কর্তৃপক্ষ।
কর্তৃপক্ষ বলছে, বাতিলকৃত ফ্লাইটসমূহের যাত্রীদের নিকটস্থ বিমান সেলস অফিসে যোগাযোগ করতে হবে। ফ্লাইটে আসন খালি থাকা সাপেক্ষে তাদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে আসন বরাদ্দ করা হবে।
রবিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এখন থেকে ৩ কপি পিসিআর পরিক্ষার রিপোর্ট সাথে করে আনতে হবে ওমান প্রবাসীদের। মাস্কাট এয়ারপোর্টে এসে ৩ কপি রিপোর্ট না দেখাতে পারলে তার বোর্ডিং কার্ড ইস্যু করা হবেনা বলে সাফ জানিয়ে দিয়েছে বিমান।
অপরদিকে ওমান প্রবেশের ক্ষেত্রে কিছু নিয়ম বেঁধে দেয়া হয়েছে বলে জানিয়েছে আরব নিউজ। ওমান প্রবেশের অন্তত ৭২ ঘণ্টার মধ্যে করোনা নেগেটিভ সার্টিফিকেট দেখানোর বাধ্যবাধকতা দেয়া হয়েছে। একই সঙ্গে ৭ দিন কোয়ারেন্টাইন পালন করতে হবে। ৮ম দিনে পুনরায় করোনা পরীক্ষা করে নেগেটিভ সনদ নিতে হবে। প্রত্যেকের স্বাস্থ্য বীমা থাকাও বাধ্যতামূলক করা হয়েছে।
আরো পড়ুনঃ করোনার নতুন সঙ্ক্রামন থেকে যেভাবে বাঁচবেন
যুক্তরাজ্যে করোনাভাইরাসের নতুন সংক্রমণের কারণে পূর্ব ঘোষণা ছাড়াই গত ২২ ডিসেম্বর আন্তর্জাতিক সকল ফ্লাইট স্থগিত করে ওমান। ফলে মাস্কাটগামী সব ফ্লাইট বাতিল করতে বাধ্য হয় বাংলাদেশ বিমানসহ অন্যান্য বিমান সংস্থা। সপ্তাহে মাস্কাটে চারটি ফ্লাইট যেতো বিমানের। ওমান নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় মাস্কাটে পুনরায় ফ্লাইট চালানোর সিদ্ধান্ত নিয়েছে বিমান।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post