যুক্তরাষ্ট্রে করোনার নতুন সংক্রমণ ঠেকাতে এক সপ্তাহের জন্য সাময়িক আন্তর্জাতিক ফ্লাইট বন্ধের পর আগামী ২৯ ডিসেম্বর থেকে পুনরায় ফ্লাইট চালু করার ঘোষণা দিয়েছে ওমান সুপ্রিম কমিটি। আজ এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে কমিটি।
ঘোষণা অনুযায়ী আগামী মঙ্গলবার রাত ১২ টা থেকে সকল আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে। সেইসাথে দেশটির স্থল ও নৌপথ ও খুলে দেওয়া হচ্ছে। ওমানে আগত সকলের জন্য পিসিআর পরীক্ষা বাধ্যতামূলক বলে জানিয়েছে সুপ্রিম কমিটি।
আরো পড়ুনঃ করোনার নতুন সঙ্ক্রামন থেকে যেভাবে বাঁচবেন
এদিকে ওমানের সাথে বিমানের ফ্লাইট পুনরায় চালুর ব্যাপারে বিমানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা প্রবাস টাইমকে জানিয়েছেন, সুপ্রিম কমিটির ঘোষণা অনুযায়ী আগামী ২৯ তারিখ থেকে ওমানের সাথে বিমানের ফ্লাইট ও পুনরায় চালু করা হবে। তবে ২৯ তারিখ রাতে চট্টগ্রামের পরিবর্তে ঢাকা থেকে মাস্কাট যাবে বিমানের ফ্লাইট।
https://www.youtube.com/watch?v=3MDIAQIIfcM
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post