ওমানে প্রথম সারির স্বাস্থ্যকর্মী, দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত ব্যক্তি এবং ৬৫ বছরের বেশি বয়সী প্রবীণ নাগরিকদের বিনামূল্যে করোনা ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা নিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ। আজ এক বিবৃতিতে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, পরিকল্পনা অনুযায়ী স্থানীয় নাগরিকদের পাশাপাশি প্রবাসী ব্যক্তিদেরও বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে।
ওমান নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির স্বাস্থ্যমন্ত্রী ডাঃ আহমদ আল সাইদি বলেন, এরই মধ্যেই করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ আসছে ওমানে। আমরা আশা করছি জানুয়ারিতে আরও ২৮ হাজার ডোজ পাবে ওমান।
আরো পড়ুনঃ করোনার নতুন সঙ্ক্রামন থেকে যেভাবে বাঁচবেন
উল্লেখ্য: ওমানে আজ আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে ফাইজার-বায়োএনটেকের তৈরি করোনাভাইরাসের টিকা প্রয়োগ। রবিবার সকালে দেশটির স্বাস্থ্যমন্ত্রী ড.আহমেদ আল সাঈদি আল সিব পলি ক্লিনিক থেকে প্রথম এই করোনা ভ্যাকসিন গ্রহণ করেন। এরপর দেশটির নাগরিক ছাড়াও প্রবাসী চিকিৎসাকর্মীরাও টিকা গ্রহণ করেন।
https://www.youtube.com/watch?v=Tc32-C-7CkQ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post