বাংলাদেশি কর্মীদের কাতারের আইনশৃঙ্খলা মেনে চলার প্রবণতা বর্তমানে সন্তোষজনক রয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির শ্রমমন্ত্রী ড. আলী বিন সাঈদ।
এছাড়া বাংলাদেশে কাতার ভিসা সেন্টারের কার্যক্রম, দীর্ঘসূত্রিতা এবং স্বাস্থ্য পরীক্ষার বিভিন্ন জটিলতা নিরসনে ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন তিনি।
সোমবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে কাতারের শ্রমমন্ত্রী এসব বিষয়ে আলোচনা করেন।
এসময় কাতারে বাংলাদেশের শ্রমবাজার ও বাংলাদেশি কর্মীদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে দোহার বাংলাদেশের দূতাবাস।
প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্য, প্রকৌশল, আইটি, ব্যবসা ইত্যাদি বিষয়ে নিয়মিত দক্ষ জনবল তৈরি হচ্ছে। এর পাশাপাশি টিটিসি ও ভোকেশনাল ট্রেনিং সেন্টার গুলোতে অনেক দক্ষ কর্মী গড়ে উঠছে।
বাংলাদেশের এই সম্ভাবনাময় জনবল কাতারের যেকোনো উন্নয়নমূলক কার্যক্রমে অংশগ্রহণ করতে প্রস্তুত। কাতারের শ্রমমন্ত্রীও বাংলাদেশ থেকে জনবল নেওয়া অব্যাহত রাখার আশ্বাস দেন।
এদিন কাতারের শ্রমমন্ত্রী বাংলাদেশের প্রতিমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং আশাবাদ ব্যক্ত করেন- কাতারের আমিরের সাম্প্রতিক বাংলাদেশ সফরের মাধ্যমে দুই দেশের মধ্যকার সহযোগিতামূলক সম্পর্ক আরও গতিশীল হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post