খুব অল্প বয়সে মধ্যপ্রাচ্যে যে কয়জন বাংলাদেশী তরুণ সফলতা লাভ করেছেন, তাদের মধ্যে অন্যতম সফল তরুণ উদ্যোক্তা ওমান প্রবাসী ব্যবসায়ী আবু ইউসুফ। যিনি ওমান থেকে দেশে সবচেয়ে বেশি রেমিট্যান্স প্রেরণকারীদের মধ্যে একজন। ভাগ্যবদলের স্বপ্ন নিয়ে ওমান এসে সেই স্বপ্ন পূরণ করে এখন নিজেকে প্রতিষ্ঠিত করেছেন একজন সফল ব্যবসায়ী হিসেবে। দীর্ঘ সময় ওমানে অত্যন্ত সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করছেন বাংলাদেশী এই তরুণ উদ্যোক্তা।
ওমানে আল বারাকা হাইপার মার্কেট খুব পরিচিত একটি নাম। যে মার্কেটে একই ছাদের নিচে একজন মানুষের প্রয়োজনীয় এমন কোনো পণ্য নেই, যা সেখানে পাওয়া যাবেনা। যেদিকে চোখ যায় সেদিকেই সুন্দর পরিপাটি করে সাজানো হরেক রকমের পণ্য।
এই আল বারাকা গ্রুপের রয়েছে ওমানে একাধিক প্রতিষ্ঠান। যারমধ্যে অন্যতম হচ্ছে আল বারাকাহ হাইপার মার্কেট। যেখানে একজন মানুষের সকল ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিশপত্র পাওয়া যায়। বর্তমানে ওমানের দ্বিতীয় বাংলাদেশ খ্যাত রুইতে একটি শাখা সহ ওমানের বিভিন্ন প্রসিদ্ধ অঞ্চলে আরো ১০ টি শাখা রয়েছে তাদের।
যেখানে ২ হাজারের অধিক বাংলাদেশী পণ্য সহ প্রায় ৫০ হাজার আইটেমের দেশি বিদেশী পণ্য রয়েছে। একজন মানুষের নিত্যপ্রয়োজনীয় এমন কোনো জিনিস নাই, যা এখানে পাওয়া যায়না। প্রতিষ্ঠানটিতে ওমানি, ইন্ডিয়ান সহ বিশ্বের বিভিন্ন দেশের নাগরিকরা কাজ করলেও অধিকাংশ স্টাফই বাংলাদেশী।
ওমানের বাংলাদেশী মালিকানাধীন শীর্ষ ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে আল বারাকা গ্রুপ অন্যতম একটি প্রতিষ্ঠান। বর্তমানে প্রতিষ্ঠানটির ওমানে হাইপার মার্কেট ছাড়াও রয়েছে ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক্স, ট্যুর এন্ড ট্রাভেলস, শপিং সেন্টার, আমদানি রপ্তানি ব্যবসা ও গ্রোসারি শপ।
সম্প্রতি তার দুকুম ব্রাঞ্চ উদ্বোধন করেন স্থানীয় এমপি শেখ জায়িদ বিন জুমা আল-জুনাইবি। ওমানি এমপি বাংলাদেশিদের এমন সফলতা দেখে মুগ্ধ হন। তিনি বলেন, ‘আবু ইউসুফ অত্যন্ত ভালো মানের ব্যবসায়ী ও পরিশ্রমী, তাই অতি অল্প বয়সেই অনেক সফলতা অর্জন করেছে। সফল হতে হলে পরিশ্রমের বিকল্প নাই।’ তিনি আবু ইউসুফকে ওমানের সঙ্গে বাংলাদেশের ব্যবসায়িক সম্পর্ক আরো বাড়ানোর তাগিদ দেন।
ওমানের বাংলাদেশ কমিউনিটির মধ্যে প্রথম সারীর একজন নারী উদ্যোক্তা আবু ইউসুফের স্ত্রী। যিনি বাংলাদেশ থেকে বিভিন্ন ধরনের জামদানী শাড়ি সহ মেয়েদের বিভিন্ন পোশাকের ব্যবসা পরিচালনা করছেন ওমানে। সফল এই বাংলাদেশীকে দেখে আরো প্রবাসীরা সফল হতে উদ্বুদ্ধ হবেন এমনটাই প্রত্যাশা করেন ওমান প্রবাসীরা।
https://www.youtube.com/watch?v=Tc32-C-7CkQ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post