সৌদি আরবে আবাসিক, শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনের অভিযোগে ১৬ থেকে ২২ মে পর্যন্ত চালানো অভিযানে ১৭ হাজারের বেশি অভিবাসী গ্রেপ্তার।
সৌদি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, আবাসিক আইন ভঙ্গের কারণে ১১ হাজার ২১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সীমান্ত ইস্যুতে ৩ হাজার ৭৮২ জনকে এবং শ্রম ভঙ্গের জন্য গ্রেপ্তার করা হয়েছে ২ হাজার ৫৫৫ জনকে।
এ সময় অবৈধভাবে সৌদিতে প্রবেশকালে গ্রেপ্তার হয়েছেন ৭৫৬ জন। তাদের মধ্যে ৬০ শতাংশ ইয়েমেনি, ৩৮ শতাংশ ইথোপিয়ান এবং দুই শতাংশ অন্যান্য দেশের নাগরিক। এছাড়া বিভিন্নভাবে অনিয়মকারীদের আশ্রয় দেওয়ার জন্য ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, সীমান্ত দিয়ে পাশের দেশে অবৈধভাবে যাওয়ার সময় ৩৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তার মধ্যে মানবপাচার চক্রের সদস্য ১২ জন রয়েছেন।
জানা গেছে, কর্তৃপক্ষ ৪৩,৯৭৫ জনকে নিজ নিজ দূতাবাসে স্থানান্তরিত করেছে ভ্রমণ নথি সংগ্রহের জন্য, যেখানে ১,৮৬০ জনকে বলা হয়েছে কাগজপত্র ঠিক করতে এবং ১০,৬৩৬ জনকে প্রত্যাবাসনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে, সীমান্ত আইন ভঙ্গকারীদের যারা সহযোগিতা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সৌদি সরকার। এক্ষেত্রে অপরাধীদের ১৭ বছর পর্যন্ত কারাদণ্ড ও ১০ লাখ রিয়াল জরিমানা হতে পারে। সম্পত্তিও বাজেয়াপ্ত করা হতে পারে ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post