প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে চলতি মে মাসেও চমক দেখিয়েছে বাংলাদেশ। মে মাসের প্রথম ২৪ দিনে রেমিট্যান্স এসেছে ১৭৮ কোটি ৯৭ লাখ ডলার। সেই হিসেবে এ মাসের প্রতিদিন এসেছে ৭ কোটি ৪৬ লাখ ডলার।
গত মাস এপ্রিলের প্রথম ২৪ দিনে রেমিট্যান্স আয় ছিলো ১৫৫ কোটি ২৮ লাখ ডলার। সেই হিসেবে মে মাসের এই সময়ে ২৩ কোটি ৬৯ লাখ ডলার বেড়েছে প্রবাসী আয়।
সংশ্লিষ্টরা বলছেন, আসন্ন কোরবাণীর কারণে চলতি মাসের বাকি সময়ে রেমিট্যান্স প্রবাহ আরো অনেক বেড়ে যাবে। পুরো মে মাসের প্রবাসী আয় ২০০ কোটি ডলার ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
মে মাসের প্রথম ২৪ দিনে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে ১৯ কোটি ১২ লাখ ৮০ হাজার ডলার। বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ৮৫ লাখ ২০ হাজার ডলার।
বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৫৮ কোটি ৪০ লাখ ডলার। আর বিদেশী খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৯ লাখ ডলার।
মে মাসে মাথাপিছু আয় দাঁড়িয়েছে ২ হাজার ৬৪৬ ডলার বা ৩ লাখ ৯ হাজার টাকা। যা গতবছর ছিলো ২ লাখ ৭৩ হাজার টাকা। এই প্রথম মাথাপিছু আয় ৩ লাখ টাকার কোটা অতিক্রম করলো।
এদিকে, চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি দাঁড়াবে ৫.৮২ শতাংশ। গত অর্থবছরে এই প্রবৃদ্ধি ছিলো ৫.৭৮ শতাংশ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post