ভারতের বিমানবন্দরে উড্ডয়নের আগেই ইন্ডিগোর একটি বিমানে বোমাতঙ্কের খবর ছড়িয়ে পড়ে, সঙ্গে সঙ্গে বিমানে সব যাত্রীদের নামিয়ে তল্লাশি অভিযান চালানো হয়।
তবে বিমানে সন্দেহজনক কোনো বস্তুর সন্ধান পাওয়া যায়নি। মঙ্গলবার (২৮ মে) সকালে দিল্লি বিমানবন্দরে এ ঘটনা ঘটে। পরে আপৎকালীন দরজা দিয়ে সব যাত্রীকে বিমানের বাইরে আনা হয়, প্রত্যেকেই নিরাপদে আছেন বলে জানায় বিমানবন্দর কর্তৃপক্ষ।
জানা যায়, মঙ্গলবার ভোর পাঁচটার দিকে দিল্লি বিমানবন্দর থেকে ইন্ডিগোর একটি বিমান বারাণসী উড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। রানওয়ে থেকে ওড়ার আগ মুহূর্তে বোমা রাখার হুমকি-বার্তা আসে।
এরপরেই তড়িঘড়ি করে বিমানের যাত্রীদের নামিয়ে তল্লাশি অভিযান শুরু হয়। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত বিমানের ভেতর সন্দেহজনক কোনও বস্তুর সন্ধান মেলেনি।
পরে আপৎকালীন দরজা দিয়ে সব যাত্রীকে বিমানের বাইরে আনা হয়। প্রত্যেকেই নিরাপদে রয়েছেন। বিমানে মোট কতজন যাত্রী ছিলেন, তা জানা যায়নি।
দিল্লির দমকল বিভাগের তরফে জানানো হয়, ভোর ৫টা ৩৫ মিনিটে তাদের কাছে খবর আসে যে, বারাণসীগামী একটি বিমানে বোমা রয়েছে। সঙ্গে সঙ্গেই বিমানবন্দরে পৌঁছায় দমকলের একটি কুইক রেসপন্স টিম (কিউআরটি)।
সোমবারই মুম্বাইয়ের তাজ হোটেল এবং শিবাজি বিমানবন্দরে বোমা রাখা আছে বলে একটি ফোন আসে মুম্বাই পুলিশের কাছে। যদিও তল্লাশি অভিযানে কিছুই মেলেনি।
এদিকে, কিছুদিন আগেও দিল্লি বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা একটি বিমানের শৌচাগারে একটি সাদা কাগজ পাওয়া যায়, যার ওপরে লেখা ছিল ‘বোমা’। তারও আগে পুলিশের কাছে দিল্লির একাধিক স্কুলে বোমা রাখা রয়েছে বলে ইমেইল আসে। তদন্তে প্রমাণিত হয় সেগুলো ভুয়া তথ্য ছিল।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post