বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রেমালের কারণে সিলেটে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আটকা পড়েছে আন্তর্জাতিক ফ্লাইটের বিমানসহ অভ্যন্তরীণ আরও কয়েকটি বিমান।
সোমবার (২৭ মে) রাত পৌনে ৯টায় বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ উদ্দিন আহমদ।
তিনি জানান, রেমালে সৃষ্ট দুর্যোগপূর্ণ আবহাওয়ায় আটকাপড়া বিমানগুলো ঢাকা ও চট্টগ্রাম, সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ ও উড্ডয়নের কথা ছিল। এখন পর্যন্ত ৬টি বিভিন্ন মডেলের বিমান আমাদের গ্রাউন্ডে আছে। এর আগে মোট ৯টি বিমান আটকা ছিল।
এরমধ্যে বাংলাদেশ বিমানের ৩টি বোয়িং বিমান ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে গেছে। বাকিগুলো আবহাওয়ার প্রতিকূলতা শেষে বিমানবন্দর ছেড়ে যাবে। আর এখন পর্যন্ত অভ্যন্তরীণ বিমানের শিডিউল আনুষ্ঠানিকভাবে বাতিল হয়নি তবে আবহাওয়া দুর্যোগপূর্ণ হওয়ায় মনে হচ্ছে সেগুলোর সিডিউল বাতিল হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post