আগামীকাল থেকে ওমানে শুরু হবে ফাইজার-বায়োএনটেক অ্যান্টি-করোনাভাইরাস টিকা প্রয়োগ। আজ ওমান নিউজ এজেন্সি (ওএনএ) এক প্রতিবেদনে জানিয়েছে, “আগামী রবিবার থেকে ওমানে আনুষ্ঠানিকভাবে ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন প্রদান শুরু করা হবে। প্রথম পর্যায়ে সবচেয়ে ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের, দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত ব্যক্তি এবং বয়স্কদের এই টিকা প্রদান করা হবে।”
ইতিমধ্যেই করোনা ভ্যাকসিন প্রয়োগের সময়সূচী ঘোষণা করেছে ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয়। মাস্কাট প্রদেশে করোনা ভ্যাকসিন প্রয়োগের ব্যাপারে মন্ত্রণালয় জানিয়েছে, সিব, কোরিয়াত ও বৌশারের বিশেষায়িত পলিক্লিনিকে সকাল ৭.৩০ মিনিট থেকে রাত ৮ টা পর্যন্ত টিকা দেওয়ার সময় নির্ধারণ করা হয়েছে। এছাড়াও দেশটির সাপ্তাহিক ছুটি ও সরকারী ছুটির দিন সকাল ৯.৩০ থেকে বিকেল ৩.৩০ পর্যন্ত সিব ও বৌশারের বিশেষায়িত পলিক্লিনিক থেকে এই টিকা নেওয়া যাবে।
আরো পড়ুনঃ ওমানে ৫ দিন পরেই শেষ হচ্ছে আউটপাশের সময়সীমা
উল্লেখ্যঃ গত বৃহস্পতিবার ডিএইচএল এর একটি কার্গো বিমানের মাধ্যমে ওমানের মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌছায় ফাইজার-বায়োএনটেকের তৈরি করোনা ভ্যাকসিনের প্রথম চালান।
এই চালানে মোট ১৫ হাজার ৬০০ ডোজ ভ্যাকসিন এসেছে এবং আরো ২৮ হাজার ডোজ ভ্যাকসিন জানুয়ারিতে আসবে বলে নিশ্চিত করেছে ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়। ভ্যাকসিন প্রদানে দেশটির প্রথম সারির স্বাস্থ্যকর্মী, বয়স্ক ব্যক্তি এবং দীর্ঘদিন রোগে ভুগছে এমন ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রী।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post