ঘূর্ণিঝড় রিমালের সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে আজ রবিবার (২৬ মে) রাত ৮টার পর থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের সার্বিক কার্যক্রম।
রবিবার বিকালে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ।
বিমানবন্দরের শীর্ষ এই কর্মকর্তা বলেন, ‘এর আগে আবহাওয়া অধিদফতর ৯ নম্বর মহাবিপৎসংকেত জারির পর রবিবার দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত সব ধরনের ফ্লাইট অপারেশন বন্ধের সিদ্ধান্ত নেয় কতৃর্পক্ষ। রাত ৮টার পর পরিস্থিতি বিবেচনায় নিয়ে বিমানবন্দরের সার্বিক কার্যক্রম অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ ঘোষণা করা হয়।’
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post